সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও দিহিতা প্রতিষ্ঠা হউক এটাই আমার কামনা সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আগামী বুধবার ৩১ আগস্ট ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। আজ সন্ধায় সৌদি আরবে সাওয়াল মাসের চাদ দেখা গেছে। আগামীকাল ৩০ আগস্ট সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবে আগস্ট মাসের ১ তারিখ থেকে রমজান শুরু হয়েছিল অর্থাত বাংলাদেশের একদিন আগে। বিশ্বের অন্যান্য দেশে এবার ২৯ রোজা হওয়া আমাদের দেশেও ২৯ রোজা হবে বলে আমার মনে হয়। যদি বিষয়টা আমাদের এখানে চাদ দেখার ওপর নির্ভরশীল কিন্তু পূর্ব অভিজ্ঞতায় আমি নিশ্চিত আমাদের এখানেও অন্যান্য দেশের মত ২৯ রোজা হবে। সুতরাং ৩১ আগস্ট ঈদুল ফিতর। ঈদ মোবারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।