আমাদের কথা খুঁজে নিন

   

রেসিং ফরমুলা ওয়ান : :formula 1

হায় !!!

ফরমুলা ওয়ান কথাটা শুনে মনে হয় এটা কোন গাণিটিক সুত্র কিন্তু এটি আসলে তা নয়। কিভাবে শুরু করি.... ওকে ... ফরমুলা ১ (formula one) হল এই দুনিয়ার দ্রুততম গাড়ি ফরমুলা ওয়ান কার রেসিং । বিখ্যাত গাড়ি কোম্পানি ,সকুডেরিয়া ফেরারি ,বি এম ডব্লিউ ,রেনাল্ট , মেক্লারেন ইত্যাদি অংশ গ্রহন করে। এটি খুবি জনপ্রিয় খেলা কিন্তু বাংলাদেশ এ না। এই খেলায় ১০ টি কার কোম্পানী(দল/টিম)অংশ নেয় এবং প্রত্যেক দলে ২টি গাড়ি(ফরমুলা ১ কার) থাকে।

এই প্রতিযোগিতা শুধু মাত্র দলের না, ফরমুলা ১ রেসার রাও অংশ নেয়। ফেরারি টিম এ ঃ ফিলিপ মাসা,ফারনান্দ আলন্সো। মেক্লারন টিম এ ঃ লুইস হামিল্টন ,জেন্সন বাটন। এই খেলা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে ,বিভিন্ন ট্র্যাকে(বিভিন্ন স্থানে রেসিং করার জন্য রাস্তা থাকে যা বিশেষ ভাবে তৈ্রি করা)। যেমন ঃ জাপানিস গ্রান্দ প্রি্,ব্রিটিশ গ্রান্দ প্রি্,স্পানিশ গ্রান্‌ড প্রি্ ইত্যাদি।

এ ছাড়াও আছে সিঙ্গাপরে,মালায়শিয়ায়, বাহ্রাইনে, হাঙ্গেরীতে। সব মিলিয়ে ১৭টি(কম বেশি হতে পারে) রেস হয় এবং সর্বোচচ পয়েন্টধারী টিম ও রেসার কে আলাদা ভাবে চ্যাম্পিয়ন টিম ও চ্যাম্পিয়ন রেসার হিসাবে ঘোষণা করা হয়। বর্তমান চ্যাম্পিয়ন টিম ব্রওন জ়িপি ও চ্যাম্পিয়ন রেসার জেন্সন বাট(সাবেক ব্রওন রেসার)। ফরমুলা ১ শুরু হয়েছিল ১৯২০-১৯৩০ এর দিকে। সবচেয়ে বেশিবার ফরমুলা ১ জেতা টিম ফেরারি।

এবং এখন পর্যন্ত সবচেয়ে লেজেন্ডারি রেসার মাইকেল শুমাখার (ফেরারি)। তিনি ২০০৬ এ ফেরারি থেকে অবসর নিয়েছিলেন কিন্তু এই বছর মারসেডিস টিম এর মাধ্যমে আবার ফিরে এসেছেন। এটা ফেরারি ফেনদের জন্য দু্‌খ্যজনক ছিল। আর সাউথ এশিয়া থেকে ফরমুলা ১ এ আছে ইন্ডিয়া(ফোর্স ইন্ডিয়া টিম) ২ বছর আগে অংশ গ্রহন করেছে। এই রেস খুবি সম্মান জনক রেস যেখানে বিভিন্ন তিম তাদের প্রযুক্তি ও গতি প্রর্দশন করে।

তাছাড়াও পিট স্টপ এখানে গুরুতুপুর্ন স্ট্র্টিজি। তাই টিমওয়ার্ক খুবি জরুরি। পিট ক্রু ,পিটে রেস ইঞ্জিনীয়ার,টিম বসস(চিফ) খুবি গুরুত্তপুর্ন ভুমিকা রাখে জয়ের জন্য। তাছাড়া ফরমুলা ১ এ পৃথিবীর সেরা ইঞ্জিন ব্যবহার করা হয়। তাই ফরমুলা ১ কারের গতি অনেক বেশি(প্রায় ৩৬০ কিমি. ও আর বেশি)।

আর সব শেষে বলতে হয় যে অনেকে এই রেস অপছন্দ করে কারন তাদের কাছে এটা বরিং। একই রাস্তায় (circuit)বার বার গাড়ি চলে,এটি অবশ্যই বরিং। কিন্তু true interest থাকলেই কাবল মজা পাওয়া সম্ভব। যদি কারও আগ্রহ থাকে রেসিং এর প্রতি ,তাহলে অবশ্যই ফরমুলা ১ দেখবেন। Accelaration,downforce,aerodynamics,suspention and how true cars runs।

for further news plz visit http://en.wikipedia.org/wiki/Formula_1

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.