আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা ।
আমার লেখাটা পড়ে সময় নষ্ট না করতে সবাইকে বলছি। শুধুমাত্র নিজের চিন্তাকে লিপিবদ্ধ করে বিশ্লেষন করার জন্য ই এটা লিখছি।
কিছুক্ষন আগে হুমায়ুন আহমেদ এর বাদশাহ নামদার বই টা পড়লাম। এ বইটা লিখতে হুমায়ুন আহমেদ অনেক পরিশ্রম করেছেন বলে মনে হল।
বই টা পড়ে কেন জানি খুব উদাসীন লাগছে। এত মানুষ , এত তাদের মানসিক বিচিত্রতা, এত রহস্য,.। ।
সব কিছুর কি প্রয়োজন এ পৃথিবীতে ? কি উদ্দেশ্য ?????
কেন সমস্ত কালের শাসক রা এত নিষ্ঠুর হয় ? অল্প কিছু বাদে। এক এক টা মানুষের জীবন মানেই এক একটা বিরাট গল্প। কিন্তু তারপরেও জীবনের মূল্য কত কম দেয় পৃথিবী শাসকেরা !
আমার সামনে পরীক্ষা। পড়ার বই বাদ দিয়ে আমি ই বা কেন মন্ত্র মুগ্ধের মতন এ বইটা পড়লাম বুঝলাম না।
একটা বিচিত্র কারণে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে ? পৃথিবী তে জন্মানো মানুষের মাঝে মানে, ১ বছরে জন্মানো সকল নারী পুরুষের মাঝে কি অনুপাত আছে কোন ? মানে নির্দিষ্ট কোন অনুপাত।
কেন জানি মনে হচ্ছে একটা অনুপাত থাকতে হবে, মানা থাকার কথা ।
মানুষের মস্তিষ্ক নাকি অনেক শক্তিশালী। এর প্রচন্ড ক্ষমতার খুব অল্প অংশ ই আমরা নাকি ব্যবহার করতে পারি। আমি আসলে কোন জন ?
আমার মস্তিষ্ক > নাকি আমি আলাদা ? মস্তিষ্ক ওকি শুধুমাত্র ঋদয়, হাত বা পা এর মত ই আরেকটা অংশ ?
সর্বশেষ প্রশ্ন ঃ আমি কে ? কি উদ্দেশ্য আমার এই পৃথিবীতে আসার ??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।