এই আমি খুব খারাপ !
আপনারা যারা আমার এই পোস্ট পড়বেন তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার লাইফের কিছু বিচ্ছিন্ন ঘটনা। (কৌতুক কর)
১। কয়েকদিন আগে বিকেল বেলা ইফতারির ১ ঘন্টা আগে ফার্মগেট অভার ব্রীজ দিয়ে পার হচ্ছি। ফার্মগেট অভার ব্রীযের চারদিকে চারটে সিড়ি আছে উঠা নামা করার জন্য।
আমি এক সিরি দিয়ে নামব দেখি কিছু লোক জট বেধে কি জানি বলছে (কিছুটা এমন যে কোন লোক হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে)। আমি মনে মনে ভাব লাম কই আমিতো দেখতে পাচ্ছিনা। সিড়ি দিয়ে নামার সময় দেখি অন্য প্রান্তে মানুষের বড় রকমের জটলা ।
সবাই নুয়ে নুয়ে কি জানি দেখছে(হয়তো কোন লোক পরে গেছে মাথা ঘুরিয়ে রোযার কারনে)
আমি তারা তারি ছুটে গেলাম কাছে গিয়ে দেখি সবাই দাঁর মাজন কিন ছিল । নুয়ে নুয়ে পরখ করে কিন ছিল আমি তারা তারি সিড়ি দিয়ে নেমেগেলাম
২।
এইবার আমাদের ভার্সিটিতে পহেলা ফাল্গুনের দিন মেলা হইছিল। মেলায় বিভিন্ন স্টল বসেছিল। আমি আর আমার বান্ধুবী ঘুরে ঘুরে দেখছিলাম । এক সময় এক বড় ভাই আমাদের দুই জন কে উনার দেওয়া স্টলে দাড়তে বললো। স্টল টা ফুলের স্টল ছিল তাই আমরাও খুশি তে দারিয়ে গেলাম(মানে ফুল বিক্রি করতে লেগে গেলাম)।
দোকান টা বড় ভায়ের একার ছিল না। আমদের স্টলের সামনে যারাই এসে দারায় তাদেরকেই ফুল নিতে বলি। আর জানেন আমরা অন্তত দশবার বলেছি "প্লিয এক টা ফুল নিয়ে যাও" তাও যাদের স্টল ছিল তাদেরকেই কারন আমরা অদের আগে থেকে চিন্তাম না (অন্য ডিপার্টমেন্টের)। এক সময় আমাদেরি এক স্যার কে বলে ফেলেছিলাম "ভাইয়া প্লি্য একটা ফুল নিয়া যাও" (ভুল বশত,স্যার মাইন্ড খায় নাই)
৩। একদিন আমি আমার কাজিন আর ফুপুর সাথে অন্য আরেক ফুপুর বাসায় যাচ্ছিলাম।
আমি আমার ড্রেসের সাথে মিলিয়ে আমার নতুন কেনা সানগ্লাস টা পরে নিলাম। ওহ বারের সব কিছুই
ক্ষয়েরি লাগছিল। দেখি রাস্তার সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি ভাব নিয়ে সানগ্লাস টা একবার খুলে আবার পরলাম। কিছুখন পর আবার দেখি সবাই তাকিয়ে আছে আমি আবার সানগ্লাস টা খুলে পড়তে গেলাম দেখি সানগ্লাসের একটা চোখ নাই । রাস্তার সবাই আমার দিকে সেই জন্যই তাকিয়ে ছিল ।
তাও কম ছিল কিন্তু আমার ফুপু আর আমার কাজিন মিলে যেই উপহাস করেছিল তাতে আমি দারুন লজ্জা পেয়েছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।