আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাজ

দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। দেশের মানুষ আজ দিশাহারা। একটু সুন্দরভাবে শ্বাস নেবার সুযোগটা পাচ্ছে না। বাজারে আগুন। বতর্মানে বাজারে যেতে হয় ব্যাগ ভর্তি টাকা নিয়ে আর ফিরতে হয় অল্প কিছু সওদাপাতি নিয়ে।

তার উপর মন্ত্রী-এমপিদের কথার বৃষ্টি। দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে গিয়ে সেদিন একুশের রাত অনুষ্ঠানে আওয়ামী লীগের এমপি ইস্রাফিল আলী বললেন, দ্রব্যমুল্যের উধ্বর্গতির কারেণ মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না। তার পরদিন জাতীয় পাটর্ৃর এক এমপি একই কথা বললেন। তাহলে মানুষ মারা গেলে তার পর কী এদিকে নজর দেওয়া হবে। এদিকে সমস্যার সমাধান না করে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী তো অনেক ধাপ এগিয়ে একজন কম খাওয়ার আর আরেকজন বাজারে না যাওয়ার পরামর্শ দিলেন।

অন্যদিকে আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গণপিটুনি, পুলিশের হেফ্জতে বর্বরতা, খুন, চাদাবাজি, ক্রসফায়ার এখন ওপেন সিক্রেট। মানুষ এখন ঘর থেকে বের হতে কালেমা পড়ে বের হয়। কেননা বাসায় ফিরে যাবার সম্ভাবনা খুবই কম। কিন্তু এগুলোর সমাধান না করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি জনসভা বা অন্যান্য অনুষ্ঠানে নির্লজ্জভাবে মুখস্থ বুলি আওড়ান, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো।

" এদিকে রাস্তা-ঘাটের বেহাল দশা। যান চলাচলের অনুযোগী হয়ে ঢাকা-ময়মনিসংহ মহাসড়ক বন্ধ হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, সিলেটসহ সারা বাংলাদেশে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। এসব সমস্যার দিকে নজর না দিয়ে সরকার আজ ফালতু কাজ নিয়ে ব্যস্ত। যুদ্ধাপরাধীদের বিচার, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানের পঞ্জম সংশোধনী বাতিল, খালেদা-তারেকের উপর মামলা, বিরোধী দলের উপর নীপিড়ন, দাদাদের নিয়ে ব্যস্ততা।

মানুষের কষ্ট লাঘবে কাজ না করে সরকার আজ ব্যস্ত ফালতু সব ইসু্ নিয়ে। তাদের বোধোদয় হবে কবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।