ধরুন আপনার বাসায় একজন বেড়াতে আসলো. আপনি তাকে মজার রান্না করে খাওয়ালেন, হাসি ঠাট্টায় ভরিয়ে রাখলেন. সব কিছু ঠিক ছিল যতক্ষণ না মেহমান আপনার বাথরুম বাবহার করতে চাইলেন. ঘটনা ক্রমে আপনার বাথরুমটা অপরিষ্কার ছিল. মেহমান যাবার আগে এইকথা উল্লেখ করলো. এখন আপনি কি করবেন ? 1. আপনি কি লজ্জিত হবেন এবং মনেমনে ঠিক করে নিবেন এরপর থেকে বাথরুম পরিষ্কারের দিকে নজর রাখতে হবে ? 2. আপনি তাকে বলবেন, আমরা এমনই . “Take it or leave it.” বোধবুদ্ধিবান মানুষ প্রথমটাকেই বেছে নিবেন, ঠিক বলেছি ? আমরা বাঙালি. যত্নে আমাদের কেউ টেক্কা দিতে পারবে না , এই কথা বুক ফুলিয়ে বলি. তাহলে দেশের বেপারে সেকন্ড অপশনটা বেছে নেন কানো? এখনো আমরা স্বাধীনতার দোহাই তুলি. আমরা একটা মহান জাতি কারণ ১৯৭১ এ আমরা রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন হয়েছি. অবশ্যই এটা প্রশ্নাতীত. এটা কি আমাদের অর্জন? নাহ, এটা আমাদের আগের (কারো কারো ক্ষেত্রে দুই ) প্রজন্ম আগের প্রাপ্তি. আমরা কি করেছি এবং কি করছি? – জমিদাদের ছেলেদের মত ভাঙছি আর খাচ্ছি. খাওয়া শেষে নোংরা ফেলে ভাষণ দিচ্ছি, বাঙালি তো এমনই I আর কতদিন কবেকার খাওয়া ঘিয়ের ঘ্রাণ শুকবে বাঙালি????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।