ঘটনা: ১
রাস্তা পার হচ্ছি। হঠাৎ করে দ্রুতগতিতে একটি গাড়ী প্রায় পায়ের উপর দিয়ে চলে গেল। গালি দিলাম, বড়লোকের বাচ্চা-শালা দেইখ্যা গাড়ী চালায় না।
অথচ আমি সিগন্যাল ছাড়ার পর আমি ওই রাস্তা পার হচ্ছিলাম।
ঘটনা:২
ভলবো বাসের জন্য লাইনে দাড়িয়ে আছি।
দীর্ঘ লাইন। অনেকক্ষণ পর গাড়ী এল। হুরোহুরি করে যে যার মত গাড়ীতে উঠল। লাইন অনুসরণ করে অবশেষে গাড়ীতে দাড়িয়ে থাকতে হলো। মনে মনে নিজেকে গাল দিলাম।
লাইনে না দাড়ালে নিশ্চয়ই বসে যেতে পারতাম।
এসব ঘটনাই আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া ঘটনার একটি খন্ড চিত্র। আমরা কি একটু সহনশীল হতে পারি না? অন্যদের প্রতি কি একটু শ্রদ্ধাশীল হতে পারি না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।