আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি বিস্ময়ের ডক্টর আব্দুল্লাহ আবু সাঈদের চালক লাইসেন্স নিয়ে লিখাটি

নৌপরিবহনমন্ত্রী ও তাঁর ‘অশিক্ষিত’ ড্রাইভার শিরোনামে গত ২৭/৮তারিখে প্রথম আলো পত্রিকায় একটা বিশাল নিবন্ধ ছাপে । দীর্ঘ দিন পর আবদুল্লাহ আবু সায়ীদের লিখা দেখতে পেয়ে খুব আগ্রহ নিয়েই পড়লাম। লিখাটি পড়ে যার পর নাই বিস্মিত হলাম। তার মত মানুষের অদুরদর্শিতা বেদনাদায়কই বটে। আমাদের দেশে যতই চাকুরী সংকট থাকনা কেন শিক্ষিতরা ড্রাইভিংকে পেশা হিসেবে গ্রহন করতে এখনো ততটা পসন্দ করে না।

এমতাব্সথায় শ্রমিকদেরকে লাইসেন্স না দিলে এক দিকে যেমন তাদেরকে পোহাতে হবে চরম দুর্ভোগ অন্য দিকে চালক সংকটেও পড়তে হবে খুব। আর ঠিক ভাবে গাড়ি চালানোর জন্য প্রয়োজন ভাল প্রশিক্ষণ ;স্কুল সার্টিকিফেট নয়। আমাদের দেশের ড্রাইভাররা সাধারণত ছোট বেলা থেকেই গাড়িতে বেড়ে ওঠে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কি ওদের মত অতটা কষ্ট সহিষ্ঞ হতে পারবে? স্কুল সার্টিকিফেট দেখে লাইসেন্স দিলে হতে পারে গাড়ি চালানোয় অদ্ক্ষ কোন শিক্ষিতকে লাইসেন্স দেয়ার ফলে চরম অঘটন এবং বিশৃংখলা সৃষ্টি হবে। আবদুল্লাহ আবু সায়ীদের লিখা পড়ে মনে হচ্ছিল যেন তিনি আমাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না।

তাদের কোন মূল্যবোধই নাকি নেই। শিক্ষিত চালক যে একসিডেন্ট করে না এমন ক্যা কে বলবে?। আবার অনেক অশিক্ষিত চালক দিব্যি গাড়ি চালিয়ে যাচ্ছে যুগ যুগ। ার শিক্ষিত হলেই খুব মানবিক গুণ সম্পন্ন হয়ে যায়? প্রলেতারিতদের প্রতি সহমর্মিতার অভাব সঠিক এবং গঠন মূলক চিন্তা থেকে যেন আমাদেরকে ইবমুখ নারাখে সেদিকে মনোযোগি হওয়া উচিৎ। যতই বড় বড় লেকচার ছাড়ুন না কেন আমাদের দেশের বুদ্ধিজীবিদের মানবিকতার যথেষ্ট সংকট আছে।

এইখানেই পার্থক্য আমাদের আর পুর্বেকার মানবতাবাদী বুদ্ধিজীবিদের। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.