আমাদের কথা খুঁজে নিন

   

একটা গ্রামিন দৃশ্য (ছবি ব্লগ)।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । এখন দুপুর, উদাস মনে বারান্দায় বসে আছি । দাদা ডাক দিল ফয়সাল, গাই গঁ বিলুত তুন লই আয় ত (গাভি টা বিল থেকে নিয়ে আয় তো )।

আমি কি দাদার কথা অমান্য করতে পারি ? তাই বল্লাম হ্যাঁ নিয়ে আসতেছি । তখন মাতায় একটা চিন্তা এল সাথে ক্যমরাটা সহ নিয়ে যায় । যেই ভাবা সেই কাজ। ক্যমরাটা হাতে না নিয়ে লুঙ্গির মধ্যে গুজে নিলাম । কারন,যদি দাদা দেখে পেলে ।

তাহলে আমায় এই ভাবে বকবে -গুরু আনতে যেতে ও আবার ক্যামরা লাগে । বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম । কিছু দূর গিয়ে দেখি একটি কাল রংএর পাকি । নামটা আমি জানি না । তবে গ্রামের ভাষায় একে বলে দেচ্চ পাখি ।

এর ছবি তুল্লাম । এর পর বিলের সিমানা ধরে আবার হাঁটা শুরু করলাম দেখি আমার সামনে একটা দাড়ঁ কাক । ছবি তুলব এমন সময় কাকটা দিল উড়াল । মনেহয় আমার ক্যামরা কাকটির পচন্দ হয় নি । তবুও, উড়ন্ত অবস্তায় কাকটা ক্যামরা বন্দি হয়ে গেল ।

পূবের আকাস কিছুটা মেঘলা । মনে হয় বৃষ্টি আসবে । এই কতাটা ভাবতে ভাবতে পূবের আকাসের একটা ছবি তুল্লাম । এরপর পশ্চিমের আকাসের দিকে মুখ ফিরাতে দেখি আকাস পূবের আকাসের মত নয় । কিছুটা সাদামেঘে, নীলের ছোয়ায় আপরূপ দেখাচ্ছে আকাসটা ।

আল্লাহর কি লিলাখেলা । কি আপরূপ তার সৃষ্টি জগত। হাঁটতে হাঁটতে কখন যে গন্তব্য স্থানে পৌছলাম গিয়েছি, ভুলে গেলাম । দেখতেছি আমাদের গরু দুইটি কি আনন্দে ঘাস খাচ্ছে । মনে হচ্ছে কোন একটা স্বর্গ রাজ্যে আছি ।

এর পর কাকডাকা রোদে গরু নিয়ে বাড়িতে ফিরলাম ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.