ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেছেন, দেশে এত সমস্যা থাকতে আমার পদত্যাগের দাবিতে শহীদ মিনারে ঈদ করবে এটা কেমন কথা? তাহলে আমিও সচিবালয়ে ঈদ করবো। বাহ! কি চমৎকার উত্তর......এই না হলো আমাদের দেশের মন্ত্রী। আবুল ভাই মিডিয়ার সমালোচনা করে বলেছেন, ‘আমি প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা অফিস করি তা গণমাধ্যমে আসে না। অথচ অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সচিবালয়ে নিয়মিতও আসেন না।’ আসলেই তো আবুল ভাইয়ের উপর একটা স্পেশাল রিপোর্ট করতে হবে। তিনি কখন ঘুমান আর কখন উঠেন। রিপোর্টের শিরোনাম হবে : আবুল ভাইয়ের নিদ্রা খবর...... উপরের এইসব কথা আবুল হোসেন আজ রোববার কমলাপুর পরিদর্শনে গিয়ে এক বৈঠকে বলেছেন। সেখানে আরও অনেক কথা হয়েছে......পরে জানানো হবে...এই পর্যন্ত....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।