আমাদের কথা খুঁজে নিন

   

আমি পেরেছি: যোগাযোগমন্ত্রী

তিনি বলেন, “চার বছরে দেশের যোগাযোগের ক্ষেত্রে মন্ত্রীরা যা করতে পারেননি। আমি যোগাযোগমন্ত্রী হয়ে ১৮ মাসে তা করতে পেরেছি। ”
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ইউনিয়নে পাটগাতী সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আমার ডিউটি হচ্ছে রাস্তা। আমি শুক্র ও শনিবার ছুটি ভোগ করি না।

বিদেশ ভ্রমন করি না। আমি কাজে বিশ্বাসী। ”
এদিকে ১২ বছরেও পাটগাতী সেতুর কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন মন্ত্রী।
এসময় তিনি মোবাইল ফোনে সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে বলেন।
মন্ত্রী বলেন, “আমি মন্ত্রী  হিসেবে দায়িত্ব নেয়ার পর ১৮ সাসে এই সেতুর ৭০ ভাগ কাজ শেষ করেছি।

তার আগে মাত্র ১০ ভাগ কাজ হয়েছিল।
বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল হোসেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.