পুকুর পাড়ে বসে থেকে কালোজল আর তাতে পড়ে থাকা কম্পমান ছায়াগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে নীল আকাশে সাদা মেঘের ভেলা। সেই ভেলার সাথে তাল মিলিয়ে ছুটে চলা পাখিদের ডানা ঝাপটানো। তাদের দল বেঁধে বাড়ি ফেরা। ভালো লাগে পশ্চিমাকাশে ডুবন্ত প্রায় সূর্যের রঙের বিচ্ছুরণ।
দূর হতে ভেসে আসা রাখালের বাশিঁর সুর। পুকুর পাড়ে একলা আমি। একা। বড় একা। এত স্বজনদের মাঝে থেকেও কেন যেন আমি একা।
বড় একা। কিসের শূণ্যতায় মনে হাহাকার জেগে উঠে তা ধরতে পারিনা। হাটতে হাটতে চলে যাই নদীর কাছে। রাস্তার দুপাশে ফুটে থাকা বনফুল, ঘাসফুলেরা মাথা নুইয়ে অভিবাদন জানায় আমাকে। এদের সাথেইতো আমার মিতালি।
প্রকৃতির মাঝে খুজি নিজের অস্তিত্ব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।