আমাদের কথা খুঁজে নিন

   

হিজিবিজি - গিজিমিজি

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ভেবে ভেবে কেদে কেদে স্মরনের ময়লা মাজাই, সাজাই তোমা। হামিরা পিয়ে (হামিরা, আলিফ লাইলা নামক উপন্যাসের ডাইনী ডেভিল আত্ব্যা) প্রেমে জ্বালা জলে বীষ দিয়ে চেয়েছ ক্ষমা দাওনি মন জমা। তাই হারা আশায় ভাঙ্গা হৃদ বাসায় বানাই তব হন্ত বোমা। আর স্মরনের তবলায় বাজাই তোমা। ও পিয়ে ইলিশ ভাজা আগুন ভাত ও ঘিয়ে দুধে ও দই-এ ভিজিয়ে চিড়া তব ধরতে পারিনি কষে দড়ি গিড়া হাত ফাকি বাঈন মাছের রুপে তুমি গেলে অগাধ জলে ছুপে ।

তাই বিরহের বেদনায় ডুবে কষ্টের তিব্রতায় ভুগে মর্মর জ্বালায় বিড়ির পালায় চলছি ফুকে । আর কবিতার শব্দে শব্দে অর্থহারা অক্ষরে যাচ্ছি রুখে। রোজকার হাহাকারী আত্ব্যা পথ হেরে তব গন্ধ শুকে শুকে। আর রিক্সা-গাড়ির ঠেলা খেয়ে মরছে ধুকে ধুকে, পিনিক খোর-হিরুঞ্চি বদনামে মানুষ ছিড়েছে জামা। তবুও স্মরনে সাজাই তোমা।

সবই নিলে ভরে ধামা কেবল মন দিলে না জমা। হার্ট-ডিপ-পিয়ে-তমা অবশেষে তোমায় দোয়া রইল আমার লাশের সানাইয়ে হোক তোমার শুভ-কার্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।