আমাদের কথা খুঁজে নিন

   

হিজিবিজি ...

...ফেলে আসা দিন তার মিছে মনে হয়...

চারি পাশে সবুজ দিগন্ত , মাঝে ছোট্ট বাদামী সরু পথ । নিরব, নির্মল ... চলছি তো চলছি । এ চলা যেন আর শেষ হয় না । হঠাৎ আনমনা, মনের অজান্তে .. থমকে দাঁড়াই, চমকে তাকাই । এ আমি কোথায় চললাম .. সুনশান নিরবতা, চারপাশে গুমোট হাওয়া ... অন্ধকার রাত্রি, নির্ঘুম প্রহর .. হেঁটে চলেছি .. অজানা সময় ... আদৌ কি আলো ফুটবে? নাকি এভাবেই ছুটে চলবে সময় .. অজানা পথে ... কখনো কি হবে দেখা কুয়াশার শুভ্র সকাল .. অথবা এভাবেই কেটে যাবে জীবন ভয়াল করাঘাতে? মেঘে মেঘে কানাকানি .. অফুরন্ত ভালো লাগা .. এ যে ক্ষণিকের কল্পনা .. অত:পর একলাই হেসে ফেলা ।

সাদা সাদা মেঘে ভেসে বেড়াবো .. তারায় তারায় গাল ছোঁয়াবো .. ইচ্ছে গুলো থলেতে ভরে .. আঁকাবাঁকা পথে চোখ মেলাবো । স্বপ্ন স্বপ্ন স্বপ্ন!!! ধূসর গোধূলীর অদ্ভূত আনমনা পার্থিব জীবনের অপার্থিব ভালো লাগা রোজ রোজ লুকোচুরি, এ কি বিড়ম্বনা । । অগোছালো, এলোমেলো হিজিবিজি কি সব লিখছি .. আকাশ পাতালের নিরবতায় শব্দ মেলাবো? বৃথাই ভাবছি । ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।