আমাদের কথা খুঁজে নিন

   

লাকসাম নরসিংদী ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নারী বৃদ্ধসহ নিহত ৬

নরসিংদীতে অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। কালিহাতী ও লাকসামে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর : লাকসাম (কুমিল্লা) : লাকসামের কাপাসতলায় বৃহস্পতিবার প্রাইভেট কারের চাপায় নানা-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। নিহতরা হলেন নানা দুলা মিয়া (৬০) ও নাতনি রুমানা আক্তার (৯)।

আহত অন্য শিশু রোকসানা (১২) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নরসিংদী : নরসিংদীতে সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সিএনজি অটোরিকশার চালক সদর উপজেলার ঝাউতলা এলাকার মিন্টু মিয়া (৩৪)।

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক মিন্টু মিয়া ও এক যাত্রীর মৃত্যু হয়। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে অন্য এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল জব্বার (৩৮)। আর জানতে বিজিট করুন View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.