আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সেরা ১০ টি ব্যাটল ট্যাংক :পর্ব ১

যুদ্ধের রাজা ট্যাংক, ছোট বেলা থেকেই জেনে এসেছি । কিন্তু কখনো জানা হয়নি রাজাদের রাজা কে ? সেই রাজাদের খুজে বের করতেই আজকের এই প্রচেষ্টা । ১.M1A2 Abrams (USA) : ক্যান জানি এই ট্যাংকটারে আমার খুব ভাল্লাগে । পৃথিবীর সবচেয়ে সেরা ট্যাংক গুলোর একটি । ১৯৮৮ সাল থেকে তৈরি হওয়া এই ট্যাংক গুলোর নাম করন করা হয়েছিল General Greigton Abrams থেকে ।

এই ট্যাংক বর্তমানে USA(1500+),Kuwait(218),Saudi Arabia(373) এই তিনটি দেশে রয়েছে । M1A2 সুরক্ষা ব্যবস্থায় ইউরেনিয়াম মেশ ব্যবহার করা হয়েছে যেটা তাকে নিরাপদ করে তুলেছে । কিন্তু যেসব M1A2 কুয়েত ও সৌদি সেনা বাহিনীতে রপ্তানি করা হয়েছে সেগুলোতে এই ইউরেনিয়াম মেশ দেওয়া হয়নি । হান্টার কিলার সিরিজের এই ট্যাংকটিতে রয়েছে ১ টি 120 mm smoothbore Main Gun ও ৩ টি Machine Gun । 1500 hp multi fuel gas terbain ইঞ্জিনের এই ট্যাংকটির ওজন 62.5 ton ।

৪ জন ক্রু নিয়ে সর্বোচ্চ 67 km/h স্পিডে একটানা 425 km পর্যন্ত যেতে পারে । কিছু কিছু M1A2 তে লেজার গাইডেড মিসাইল গুলোকে সনাক্ত ও তাদের নেটওয়ার্ককে জ্যাম করার ব্যবস্থা থাকে । এই ট্যাংক বিখ্যাত হইল তার নিখুঁত লক্ষ্যভেদ,বিধ্বংসী ফায়ার পাওয়ার,নিজস্ব বর্ম ব্যবস্থা আর সহজ ম্যানুভারএবিলিটির জন্য । সবচেয়ে আশ্চর্যের খবর হল যে কোন প্রতিকূল পরিবেশে এই ট্যাংকের ইঞ্জিন রিপ্লেসড করা যায় মাত্র ৩০ মিনিটে । সাধে কি আর এইটারে 3rd Gen MBT(Main Battle Tank) কয় ? মাগার সামনের বছরেই এইটার 4th Gen M1A3 বের হইতাছে ।

২.Leopard2A7 (Germany) : Leopard2A7 সর্ব প্রথম বের হয় ২০১০ সালে যেটা ছিল Leopard2A6 এর উন্নত সংস্করণ । এটাকে প্রধানত তৈরি করা হয়েছিল urban warefare ও conventional military operation এর জন্য । 120 mm smoothbore Main Gun সংযুক্ত এই ট্যাংকের ওজন 67.5 ton যেখানে ৪ জন ক্রু বসতে পারে । সাথে আরো ২ টা Machine Gun আছে যেগুলো হল 12.7 mm ও 7.62 mm । এই বার যদি ইঞ্জিনের চিপা গলিতে ঘোরাঘুরি করা যায় তাহলে জানা যায়, এটার ইঞ্জিন পাওয়ার হল 1500 hp, যেইটার oil ট্যাংকি ভইরা দিলে একটানা 450 km পর্যন্ত যাইব 72 km/h স্পিডে ।

এই ট্যাংকের সামনে একটা ডযের ব্লেড আছে যেটা দিয়ে তার পথের সকল বাধা সরিয়ে এগোতে পারে । ২০১১ সালে সৌদি আরব জার্মানির কাছ থেকে ২০০ Leopard2A7 কিনে নেয় ( বুঝলাম না, সৌদি এত ট্যাংক দিয়া করে কি ? ) ৩. Challanger 2 (UK): Challanger 2 প্রধানত Chieftain MBT এর সাথে কম্বাইন্ড করে ব্রিটিশ আর্মির জন্য বানানো হয়েছিল । এটি সম্মুখ যুদ্ধে শত্রুদের বেশ ভাল রকমের প্রতিরোধ করে থাকে । এটাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাংক বলা হয়ে থাকে । পুরো ট্যাংকটি Chobham Composite Armor দিয়ে ঢাকা ।

এখানে আছে 120 mm rifled Main Gun যা দিয়ে 4 km দূর পর্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যভেদ করা যায় । ব্যাকআপ হিসেবে ২ টা Machine Gun তো আছেই । Challanger 2 এর মেশিনারীজ এর সাথে M1A1 Abrams ও Leclerc MBT এর মিল রয়েছে । ৪ জন ক্রু নিয়ে এটি সর্বোচ্চ 55 km/h ছুটতে পারে । এটি বিখ্যাত তার যান্ত্রিক নির্ভরতার কারনে ।

বর্তমানে এটি UK(386) ও Oman Army(38) তে কমিশনড আছে । ৪.K2 Black Panther (South Korea): সাউথ কোরিয়ান বিজ্ঞানীদের গবেষণায় ১৯৯৫ সাল থেকে K সিরিজের তৃতীয় প্রজন্মের ট্যাংক K2 Black Panther । চীন বা নর্থ কোরিয়ার যে কোন ট্যাংকের চেয়ে এই K2 অনেক উন্নত । নিজস্ব সুরক্ষা ব্যবস্থায় এখানে আছে Explosive Reactive Armor(ERA) যা আমেরিকান M1A2 Abrams এর সাথে তুলনীয় । ২ টি machine Gun সহ এখানে আছে latest german 120 mm Main Gun যা দিয়ে সর্বোচ্চ 4km পর্যন্ত ফায়ারিং করা যায় ।

Advance Fire Controler এর সাহায্যে এই ট্যাংক নিজ থেকেই কাছা কাছি দূরতের যে কোন যানবাহন ও তুলনামূলক নিচ দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারকে ফালায়া দেওয়ার সামর্থ্য রাখে । যদিও এই ট্যাংক এখনও মিলিটারী সার্ভিসে অফিসিয়ালি রিলিজ হয় নাই তবুও আশা করা যায় ২০১৪ র মার্চে এই ট্যাংকের রেগুলার দেখা পাওয়া যাবে । এই ট্যাংকের টেকনলজি ব্যবহার করে তুরস্ক সেনাবাহিনীতে তৈরি হচ্ছে A1tay MBT । ৫.Merkava MK4 (Israel) : এই হালারা চীজ একটা । অন্যান্য দেশ গুলোর ট্যাংকের ইঞ্জিন থাকে পেছনের দিকে আর এই হালারা সামনের দিকে ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিন বসায়া দিছে ।

আর ঠিক এই কারনেই এই ট্যাংক ক্রুদের সেফটি বাড়ছে বহুগুনে । সকল Merkava সিরিজের ট্যাংক গুলো যুদ্ধাবস্থায় মালামাল ও সৈন্য পরিবহনে সক্ষম । অন্য দেশের ট্যাংক গুলোতে যেখানে ৩-৪ ক্রু এর বেশি বসার কোন ব্যবস্থাই নাই সেখানে এই ট্যাংকে অ্যামুনিশন আনলোড অবস্থায় ১০ জন পর্যন্ত সৈন্য বহন করা যায় । Main Gun হিসেবে 120mm smoothbore ছাড়াও ১টি ATGW (Anti Tank Guided Missiles Weapons) ও ২ টি Machine Gun আছে । ৩৬০ টার মত এই মাল ইসারাইল বানায়া রাখলেও ১ টা মালও তারা অন্য দেশের কাছে বেচব না বইলা নোটিশ ঝুলায়া রাখসে ।

শেষ দেইখা চিন্তা কইরেন না, আগামী পর্বে বাকিটুক দিয়া দিমু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.