আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষশেষ মুভি পোস্ট-পছন্দের কিছু কমেডি মুভি

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

২০১০ সাল শেষ হয়ে গেল প্রায়। অনেক মুভিই দেখলাম। সামনে বছর কতটা কি দেখতে পারবো কে জানে। বন্ধু-বান্ধব বা নিকটাত্নীয়রা একত্রে মুভি দেখতে বসলে কমেডি মুভিই হয় অনেকের ১ম পছন্দ। আজ শেয়ার করতে চাচ্ছি পছন্দের কিছু কমেডি মুভি।

১.liar!liar! বাবা উকিল। ছেলের কাছে বাবার পরিচয় বাবা মিথ্যাবাদী। নিজের জন্মদিনে ছেলে প্রার্থনা করে বাবা যেন একদিনের জন্য হলেও মিথ্যা কথা না বলতে পারে। মজার সেই ইচ্ছা পূরণ হলে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। জিম ক্যারির দুর্দান্ত একটি কমেডি।

২.get smart মজার একটি অ্যাকশন কমেডি। স্টিভ ক্যারল ডিটেকটিভ,সঙ্গী অ্যানা হ্যাথোওয়ে। আরও আছেন ডোয়াইন জনসন(রেসলার রক)। শত্রুপক্ষের ষড়যন্ত্র নস্যাৎ করার মিশনে নামে ক্যারল। মিশনের পদে পদে ক্যারলের নানান বিড়ম্বনায় পড়ার ঘটনা দর্শকরা উপভোগ না করে পারবেন না।

৩.bruce almighty ঈশ্বরের অসীম ক্ষমতায় আমরা ঈর্ষন্বিত হই। ভাবি যদি আমরাও অসীম ক্ষমতার অধিকারী হতে পারতাম তা হলে কতই না মজা হত। আসলেই কি তাই?ঈশ্বরের দায়িত্ব পালন কি এতই সোজা?!! হাড়ে হাড়ে টের পেল ব্রুস(জিম ক্যারি)। সাথে আছেন জেনিফার অ্যানিস্টন ও মরগান ফ্রিম্যান। ৪.the mask অদ্ভূত এক মুখোশ।

আশ্চর্য তার ক্ষমতা। পড়ার সাথে সাথেই একেবারে অন্য মানুষ। আবারও জিম ক্যারি। সাথে ক্যামেরন ডায়াজ। এই মুভিটা দেখেননি এমন মুভি ব্লগার বোধহয় খুব একটা পাওয়া যাবে না।

৫.mouse hunt ছোট বলে কাউকে কখনও অবহেলা করতে নেই- এই পুরানো শিক্ষাটা আবার রিভাইজ করতে পারবেন মুভিটা দেখলে। একটা সামান্য(!) ইদুরের হাতে দুই বেকুব ভাইয়ের নাস্তানাবুদ হওয়ার গল্প। দারুন একটা ফ্যামিলি কমেডি। যারা এই মুভিটা দেখেন নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি-এই মুভি দেখে যদি হাসতে হাসতে পেট ব্যথা না হয় তাহলে মুভি নিয়ে আর পোস্টই দিবো না। ৬.life of brian ১৯৭৯ সালের এক ইউরোপিয়ান কমেডি।

মানুষের অন্ধ ধর্মবিশ্বাস,গোঁড়ামি আর তার সুযোগ নিয়ে কতিপয় সুবিধাবাদীর স্বার্থোদ্ধারের গল্প। এই লিস্টের অন্য মুভিগুলির চেয়ে এটি একটু আলাদা। মুভিটার আসল মজা এর সংলাপগুলোয়। অসাধারণ একটা স্যাটায়ার। লিস্টে রোমান্টিক কমেডি আর এডাল্ট কমেডি মুভি ইচ্ছাকৃতভাবেই বাদ দিয়েছি।

ফাঁকিবাজি একটা পোস্ট হয়ে গেল। আশা করি মুভিখোররা আরও ভাল ভাল কমেডি মুভি সাজেস্ট করবেন, শেয়ার করবেন তাদের চিন্তাধারা। আর কোন মুভির ডাউনলোড লিংক লাগলে বলবেন। সাধ্যমত চেষ্টা করবো সহযোগিতার। সবাই ভাল থাকুন।

ভাল ভাল মুভি দেখুন। নতুন বছরটা অনেক ভাল কাটুক সবার........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।