গতকাল বুধবার আমার ‘উনি’ কে নিয়ে জিইসি মোড়স্থ সেন্ট্রাল শপিং সেন্টার এর নীচ তলায়‘মাতৃছায়া’ নামক দোকানে গেলাম। উদ্দেশ্য ছিল, কয়েকদিন আগে উক্ত দোকান থেকে কেনা এক ত্রি-পিস চেঞ্জ করা। ত্রি-পিস টি থেকে রঙ যাচ্ছিল। তো, ঐ দোকানে যাবার পর ওখানকার কর্মচারীরা আমাদের আধ ঘন্টা বসিয়ে রাখলো। তারপর ম্যনেজার (আধা টাকলু) আমার উনাকে জিজ্ঞেস করলো, কাপড়টি ডিটারজেন্ট না সাধারণ কাপড় ধোয়ার সাবান দিয়ে ধোয়া হয়েছে।
আমার ইনির উত্তর ছিল ডিটারজেন্ট। ব্যস, আর যাই কই? হারামজাদা টাকলুটা অমর একটা ডায়লগ ঝাড়লো যে,
“সাধারণ সাবানে ক্ষার বেশি ফলে রঙ যায় না.......কিন্তু ডিটারজেন্ট কম ক্ষারীয় তাই রঙ বেশি যায়। ”
আমি তো শুনে হা !!!! কি বলে হারামজাদাটা !!!!!! অনেক বাক-বিতন্ডার পর ও খবিস টাইপের লোকটা কাপড়টা বদলে দিতে রাজি হল না। অবশেষে আমি আরো কিছু গালাগালি করে স্থান ত্যাগ করলাম। গচ্ছা গেল এত গুলো টাকা।
ঘটনাগুলোর সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। আমি তো ঠেকে শিখে গেলাম । তাই ব্লগারদেরও কিছু নসিহত করতে ইচ্ছা হচ্ছেঃ
১) যেখান থেকেই কাপড় কিনবেন না কেন, আগে জিজ্ঞেস করুন কাপড় কি দিয়ে ধোবেন, কালা সাবান না শ্যাম্পু?
২) কসমেটিক কেনার আগে, এক জন ফেশিয়াল সার্জন আর ঠিকানা যোগাড় করুন।
৩) সেমাই কিনার আগে দেখে নিন, মেইড ইন চাক্তাই নাকি মেইড বাই চায়না?
৪) জুতোটার সোল যাতে সলিড লোহা হয়।
৫) এক ধোয়ার পর পাঞ্জাবিটা ফতুয়া হিসাবে ব্যবহার করা যাবে কিনা তা কেনার সময়ই জিজ্ঞেস করুন।
৬) মহিলা ব্লগাররা ফেস পাউডার আর নেল-পলিস কেনার আগে জিজ্ঞেস করুন রিমুভার হিসাবে কি ব্যবহার করবেন, তারপিন তেল নাকি ৯৯% মিথাইল স্পিরিট?
বাজারের আগুনে দাম আর ভেজাল পণ্যের ভীড়ে এবারের ঈদটা না মাটি হয়ে যায়। ভাইরে খুব ভয়ে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।