এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
এর আগে কম্পিউটার জগতে ব্লগের লেখা নিয়া হইচই। এবার বিজ্ঞাপন পর্ব। আমি লিটলম্যাগের কবি। বড় কাগজে লেইখা বিরক্ত হইয়া ব্লগের দুয়ারে আইসিলাম।
প্রতিষ্ঠান বিরোধী মানসিকতার কারণে ব্লগে লেইখা যে স্বস্তি পাইতাম, তা আর পাবো না জানি।
এখানে প্রচারগাড়ির মতো শব্দদূষণের বিজ্ঞাপন আসতেছে। সেন্সরশিপ তো শুরু হইয়াই গেছে।
প্রতিষ্ঠান বিজ্ঞাপন নেক। সমস্যা নাই। স্বাধীন ভাবে লেখার তৃপ্তি যেহেতু পাব না, তাই কমপেলসেশন চাই।
হিটে বেসিসে আমাকেও সন্মানি দেওয়া হোক।
আমার লেখা নিয়া ব্যবসায় আমারে ভাগ দেওয়াটা কি অযৌক্তিক?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।