oracle.samu@googlemail.com বোধ করি আওয়ামিলীগের গোড়া সমর্থক ও সরকারের বর্তমান অবস্থা নিয়ে বেকায়দায় পড়েছে। গবুচন্দ্রের করিৎকর্মা মন্ত্রী পরিষদের কতিপয় বাচাল ও বেহায়া শ্রিমাণ-শ্রিমতিগন যে হারে গায়েবী ওহী নাজিল করছেন তাতে দেশের আম জনতা কিংকর্তব্যবিমূর।
স্বরাষ্ট্র মন্ত্রীর পেটোয়া বাহিনী বিরোধী দলকে ধবল-ধোলাই করার পর আমজনতাকে টার্গেট করেছে। চোর-ডাকাত সাজিয়ে নির্দোষ মানুষকে পিটিয়ে পঙ্গু অথবা গনধোলাই করে মেরে ফেললেও আড়াই বছরের ভাঙ্গা রেকর্ড ( 'দেশের আইন-শৃংখলা যে কোন সময়ের চেয়ে ভাল' ) উচ্চ ভলিউমেই বাজছে ..................
ভেজিটেবল অয়েল মিনিস্টার উরফে চিনি ফারুকের বাণিজ্য মন্ত্রণালয় 'টিসিবি' মুলা ঝুলিয়ে ৩য় রমজান পাড় করে দিলেও দ্রব্যমূল্যের পাগলা-ঘোড়ার লাগাম উনি ভালই সামলাচ্ছেন। যদিও দূর্জনের মনভাব আলাদা ' চিনি ফারুক মুখ খললেই নাকি চড়া বাজার বারে আরো এক দফা।
'
গৌরি সেন মুহিত সাহেবের কার্টুন মার্কা ভাব ভংগি লোক হাসালে ও কাদিয়েছে শেয়ার বাজারের ৩০ লাখ বিনিয়োগকারিকে। ৭১ এ ইয়াহিয়া আর ২০১১ তে মুহিত দুই জনেরই টার্গেট সমান এক জন প্রান নিয়েছে তো আরেক জন মাল নিয়েছেন।
হাল সময়ের হিট মন্ত্রী আবুল সাহেব আদম এক খান। সৈয়দ সাহেব আবার পীর বংশিয় জামাতা মানে সেরের উপর সোয়া-সের আর কি। বিগ প্রফাইলের এই মিনিস্টারের কর্মকান্ডও বড়-সর।
পদ্মা ব্রীজ; যাত্রাবাড়ি,কুড়িল,মীরপুর,মালিবাগ-মগবাজার ইত্যকার ডজন খানেক এলিভেটেড এস্কপ্রেস ও ফ্রাইওভার নিয়ে উনি মহা ব্যাস্ত। উনি বাঙ্গালিদের এলিভেটেড ও ফ্রাই করিয়েই ছাড়বেন। তাই ভূমির আন্তজেলা মহা সড়কগুলতে নৌকা চলার ব্যাবস্থা পাকা করে ফেলেছেন। শুধু বেরসিক পাবলিক ও মিডিয়ার কারনেই ফেসে গেছেন; নইলে ৫০ হাজার কোটি বাজেটের বঙ্গবন্ধু বিমান বন্ধরের টাকা ম্যানেজ করতে পারলেও সামান্য মহাসড়ক মেড়ামত ব্যায় যোগার করতে পারেননি। যদি টাকার কারনেই কাজ না হয়ে থাকে, তা হলে সড়ক বিভাগে 'বদলী ঝড়' কেন ? এটা ত অর্থ বিভাগ/মন্ত্রণালয়ে হওয়ার কথা ।
কিন্ত মফিজ মার্কা এই প্রশ্নের জবাব কে দেবে বলেন ........
লাস্ট বাট নট দ্যা লিস্ট, মহামান্য চিফ মিনিস্টার জনাবা শেখ হাসিনা ও আজ জ্ঞান বিলিয়েছেন। সাফল্যের মহা সমুদ্রে এই গুটি কয় ব্যার্থতার কথা উচ্চারিত হওয়ায় উনি যারপর নাই দুঃখ পেয়েছেন। নিন্দুকেরা পাহাড় সম সাফল্যকে আড়াল করে শুধু এই সুই সম ব্যার্থতাগুলই দেখছে । তার নিজের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় দেড় বছর ধরে নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র করে যাচ্ছে। আজই ৫১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে।
কী সাফল্য ! মারহাবা সরকারী-বেসরকারী বিদ্যুৎ কেন্দ্রগুলর উৎপাদন খরচ যেখানে ২-৪ টাকা (ইউনিট প্রতি) সেখানে ৭ টাকা ই্উনিটের এই কুইক রেন্টাল বিদ্যুৎ গরিব দেশের পেটে সইলেই হয় ৯৬ এর মত না আবার রিজার্ভে আকাল দেখা দেয়, আল্লা ভারসা। সাফল্যের লিস্টে আরো রয়েছে গোটা পাচেক বিচার (বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট, ৭১ এর যুদ্ধাপরাধী, পিলখানা ও ১০ ট্রাক অস্ত্র মামলা)। অবশ্য আজ সাধারন সম্পাদক কাম মিনিস্টার টাল আশরাফ থলির বেড়াল প্রায় বেড় করে দিয়েছেন ' ২১ আগস্ট এর বিচার ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের চাইতেও গুরুত্বপূর্ন। ' বোধ করি জামাতের চাইতে সরাসরি বিএনপিকে জব্দ করার মতলবেই এই প্রয়রিটি
মাননিয়া শেখ হাসিনা বিশ্বাস করেন, ২১ আগস্টের হামলার মত বৃহত ঘটনা কোন ভাবেই তৎকালীন সরকারের সাহায্য ছাড়া সম্ভব নয়। যদি তার অনুমান সত্য হয় তবে যুগপতে ভাবে বিএনপির ও আওয়ামিলীগের জন্য দুঃসংবাদ।
কারন এই থিউরি এপ্লাই করলে বিডিয়ার বিদ্রহের দায় কিন্তু এই সরকারের ঘাড়েই পড়ে। আশা-করি প্রধানমন্ত্রী ও বাগারাম্বর সাহারা/ বটতলার উকিলগন কিন্চিত চিন্তা-ভাবনা করে আরো জোড়াল যুক্তি দাড় করাবেন।
সাফল্যের লিস্টে ত আর কিছু দেখছি না। যে সরকারের অর্থ,বাণিজ্য, স্বরাস্ট্ট ও যোগাযোগ মন্ত্রণায়য় ব্যার্থ হয় সে সরকারের আর থাকেটা কি ? এখন শিক্ষা ও শিল্প মন্ত্রণাল গেলে ত লাল বাতি জ্বলবে বাংলাদেশের। দুঃখিত মেডাম প্রাইম মিনিস্টার পাহার সম সাফল্যের রেকর্ড বাজিয়ে ঐ সব লুজার মিনিস্টারকে বাচাবার চেষ্টা করবেন না।
আল্লাহর উপর আস্থাহীন রাষ্ট্র ধর্ম ইসলাম সমেত সংশোধিত যগাখিচুরি সংবিধান ও এই চাটুকার ফেল্টুস মন্ত্রীরা আগামী নির্বাচনে আপনার সহায় হবে না। জননেত্রী, গনভাবনে নয় জনতার কাতারে নেমে আসুন তবেই বাস্তবতা বুঝতে পারবেন।
তথ সূত্র:
১। Click This Link
২। চেনেল-আই ৯ টার সংবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।