আমাদের কথা খুঁজে নিন

   

জননেত্রী শেখ হাসিনার কাছে সাধারন জনতার চাওয়া-পাওয়া



জননেত্রী শেখ হাসিনার কাছে সাধারন জনতার চাওয়া-পাওয়া
দশম জাতীয় সংসদ নিবার্চন পৃথিবীর পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসে এক বিরল ঘটনা। বাংলাদেশের এই নির্বাচনে ইতি মধ্যে ১৫৪টি আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েেেছ। বহু মতের গনতান্ত্রিক দেশ , বাংলাদেশের মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা অনেকটাই খর্ব হয়ে এসেছে বলে অনেকেই ধারনা পুষন করছেন। বি.এন.পি সরকারের আমলে পর পর তিন বার দুণীীর্ততে চ্যাম্পিয়ন বাঙ্গালীরা বিগত পাচঁ বছরের ব্যবধানে বর্তমান আওয়ামী লীগৈর আমলে সাধু-সন্ন্যাসী বনে গেছে । তাদের সৎ ও সভ্যতার নমুনায় আমরা বাঙ্গালী জাতি রিিত মত গর্বিত।

সেই সাথে এই অভিনব সরকারের কাছে সাধারন জনগনের কিছু চাওয়া-পাওয়া তুলে ধরছি?
১.পূর্বে ময়-মুরব্বিদের কাছে শুনে ছিলাম ‘ফেরেস্তারা নিষ্পাপ। তবুও তাদের কেউ শয়তানের ভয়ে ,পা ফেলে চলতে হয়,। দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন এম,পি বিনা প্রতিদ্বন্দীতায় নিবার্চিত হয়ে এই সকল নিস্পাপ এমপি ফেরেস্তাদেরকে পরাজিত করেছেন। সেই জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সাধারন জনতার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং এই সকল এমপিদের গণ-সম্ভধনায় দেখতে চাই?
২.গণতন্ত্র, গণতন্ত্র বলে বাংলার মানূষ বিগত ৪২ বছর ধরে চিৎকার চেঁচামেচি করছে। এই চেচামেচির অর্থ এক ধরনের আতেলিপনা।

স্বাধানতা উত্তর আজ অব্দি মানুষ গনতন্ত্র রুপ-ধরণ দেখেতে ে পয়েছে কি?। যে দেশের দরিদ্র অসহায় কৃষকের সন্তান মা-বাবার রক্ত পানি করা টাকায় পড়াশুনা করে চাকুরি পায়না, শ্রমিক তার পাওয়ানা আনতে গিয়ে মালিক কতৃর্ক ধর্ষিত হয়! বাক-স্বাধীনতা প্রকাশে- গুম হয়ে যাবার ভয় থাকে, ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত মেরে যারা মানবতার সেবক হয়, সেই দেশের গণতন্ত্রের দরকার কি? তাই প্রধানমšী¿ কে এই প্রলেপ দেওয়া গণতন্ত্র উঠিয়ে দিতে হবে? যা ইতি মধ্যে শুরু করেছেন?
৩. প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাব যদি তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ‘গনতন্ত্র শব্দটি উঠিয়ে দিয়ে তার নিজের মন্ত্র চালু করেন?
৪. বিগত আওয়ামী লীগৈর আমলের স্বরাষ্ট্র মš ী¿ জনাব নাসিম উদ্দিন (যিনি ১৪ হাত পানির নিচ থেকে সন্ত্রাসী ধরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে) পাগল বনে গিয়ে ছিলেন। তিনার নেতৃত্বে আমরা পাড়ায়-পাড়ায়, মহল্লা-মহল্লায়, পান্ডাবাহিনী চাই?, তাদের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার অভিব্যক্তি প্রকাশ করছি।
৫. সারা দুনিয়া যেখানে আধুনিকতায় ছুয়ায় দিদিব্যমান সেখানে গুটি কয়েক আবেগ-প্রবন বয়োঃবৃদ্ধ‘ধমীয় ছুতুয় গোটা জাতিকে বিভান্ত্র করছে, তাদেরকে প্রতিহত দেখতে চাই? আমরা নীতি আর্দশহীন এ বেদীন- যাযাবর জাতি দেখতে চাই? যারা ঘোড়ার পিঠে ঠগবগিয়ে চলবে আর মাইকেল জ্যাকশনের নাচ দেখিয়ে জন সাধারনকে মত করে রাখবে? বুদ্ধিজীবিদের কাছে অনুরোধ আপনারা মুক্তচিন্তা বিকাশে জননেত্রী শেখ হাছিনাকে সশথর্ন করুন?




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.