এই সফরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রাথমিক দলটির উল্লেখযোগ্য দিক, বিদেশে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভুত তিন ফুটবলারের জায়গা পাওয়া। তারা হলেন ডেনমার্কের জামাল ভূঁইয়া, অস্ট্রেলিয়ার আনন্দ রহমান ও জার্মানির রিয়াসাত খাতন।
গত ফেব্রুয়ারিতে লন্ডনে এক প্রস্তুতি ম্যাচে এই তিন জনের খেলা দেখেন বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তাদের প্রাথমিক দলে রাখার জন্য বাফুফেকে অনুরোধও করেন তিনি। কয়েক দিনের মধ্যেই ক্যাম্পে যোগ দেয়ার জন্য তাদের ঢাকায় আসার কথা।
আগামী ১৫ মে থেকে ক্যাম্প শুরু হবে। সেদিনই জাতীয় দলের ব্যবস্থাপক ইকবাল হোসেনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে।
প্রাথমিক দল: শহীদুল আলম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার, আবদুল বাতেন কোমল, শাখাওয়াত হোসেন রনি (আবাহনী লিমিটেড), মাকসুদুর রহমান, আরিফুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, রায়হান হাসান, শাকিল আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মামুন খান, মেজবাবুল হক মানিক, সোহেল রানা, তপু বর্মণ (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড), রেজাউল করিম, মোহাম্মদ লিঙ্কন, মামুনুল ইসলাম মামুন, নাসিরুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন (শেখ রাসেল ক্রীড়া চক্র), কেষ্ট কুমার, তকলিস আহমেদ, ওমর ফারুক বাবু (বিজেএমসি), ইউসুফ সিফাত (ব্রাদার্স ইউনিয়ন) এবং জামাল ভূঁইয়া, আনন্দ রহমান ও রিয়াসাত খাতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।