ইংল্যান্ডের আরেকটি জনপ্রিয় ও ধনী ক্লাব চেলসি। এটি দ্য ব্লুজ অথবা দ্য পেনশনার্স নামেও পরিচিত। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এটি। ক্লাবটির বাৎসরিক আয় ৩ হাজার ৩০৬ কোটি টাকা। তবে প্রতিষ্ঠার পর যতটা আলোচনায় ছিল মাঝপথে এসে ঠিক ততটাই ঝিমিয়ে পড়ে তাদের কার্যক্রম।
সম্প্রতি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে এ দলটি। বর্তমানে ইংল্যান্ডের ফুটবলে শীর্ষ দশে অবস্থান করেছে। তারা দুটি সময়ে সফলতা পেয়েছে, একটি ১৯৬০ দশকের শেষভাগ ও ১৯৭০ দশকের শুরুতে এবং
১৯৯০ দশকের শেষভাগ থেকে বর্তমান পর্যন্ত। চেলসি চারটি লিগ শিরোপা, সাতটি এফএ কাপ শিরোপা, চারটি লিগ কাপ, দুটি উয়েফা কাপ উইনার্স কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি উয়েফা ইউরোপা কাপ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। চেলসি হলো ইতিহাসের প্রথম ক্লাব যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরের বছরই উয়েফা ইউরোপা কাপ জিতেছে।
চেলসির ৪২,০৫৫ দর্শক ধারণক্ষমতার নিজস্ব মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ পশ্চিম লন্ডনের ফুলহ্যাম এলাকায় অবস্থিত। ২০০৩ সালে ক্লাবটি কিনে নেন রাশিয়ান তেল ব্যবসায়ী রোমান আব্রামোভিচ। ক্লাবের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে নীল রঙের জামা ও শর্টস এবং সাদা মোজা। দলের প্রতীক হচ্ছে একটি সিংহ। ২০০৫ সালে প্রতীকটি পরিবর্ধিত করা হয়।
এক নজরে আয়
টিকিট : ৯৮৪ কোটি ৮৬ লাখ টাকা
সম্প্রচার স্বত্ব : ১৪২৮ কোটি ৬২ লাখ টাকা
বিজ্ঞাপন : ৮৯৩ কোটি * [২০১১-১২]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।