আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি জানি CAUTION মানে সতর্কীকরণ !

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন আমরা আজ যে সমাজ ব্যবস্থায় বাস করছি এখানে নানা ধরনের মানুষ বাস করে। কেউ বুদ্ধিমান আবার কেউ নির্বোধ। কেঊ আবার একটু বেশি বোঝে, কেউবা একেবারে কিছুই বোঝে না ! আমরা একে অপরকে যে কি ভাবি তা বলাই বাহুল্য ! যেমন ধরুন আমি ভাবি সে খারাপ আর সে ভাবে আমি খারাপ ! সে ভাবে আমি নির্বোধ আর আমি ভাবি সে বুদ্ধিমান ! আমি ভাবি সে খচ্চর আর সে ভাবে আমি চঞ্চল! সে ভাবে আমি মরব আর আমি ভাবি সে মরবে ! তো এই যে ভাবাভাবি-মরামরির খেলায় আমরা মাতি, প্রকৃতপক্ষে এতে লাভবান হয় কে? আসলে এরা সবাই লুজার যে কারণে কেউ কারো ভাল দেখতে পারে না এমনকি ভাবতেও পারে না! ক্ষতি ছাড়া এদের ভাল কোনদিনই হয় না। আসুন এবার আসল কথায় আসা যাক- আচ্ছা আমরা কি বুঝি আসলে আমরা যা করছি বা বলছি বা দেখছি তা সবই ঠিক? আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও প্রকৃত ঘটনা আমাদের সবার অগোচরেই থেকে যায়। সে যাই হোক, আপাত আমদের সামনে যা থাকে বা যা দেখি সেটাকে আমলে নিয়ে চললে আমার মনে হয় আমরা বড় বেশি খারাপ থাকব না।

আমরা রাস্তায় চলি, চোখ তো বন্ধ থাকে না, কান হয়তো প্রায়ই থাকে (মোবাইলে কথা বলার সময়)। তথাপি যদি কোন দূর্ঘটনা ঘটে দোষটা গাড়ির ড্রাইভারের উপরই বর্তায়। ড্রাইভাররা যে আবার নির্দোষ সেটাও নয়। তবে আপনি যার তরেই যাননা কেন CAUTION (সতর্কীকরণ বিজ্ঞপ্তি) টা আমদের কারো চোখেই পড়ে না! অথবা চোখে পড়লেও সেটাকে থোড়াই তোয়াক্কা করি আমরা! গত সপ্তাহের একটা ঘটনা বলি আপনাদের। আপনারা নিশ্চয়ই জানেন-দেখেছেন-দেখছেন যে ঢাকায় রেললাইনের উপর অনেক কাঁচাবাজার বসে।

আমরা এও জানি যে এটা কতটা বিপদজনক! পুরোপুরি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে আমরা এহেন কর্ম সাধন করছি। । এবং এতে এপর্যন্ত অনেকেরই মৃত্যু হয়েছে। এই ধরনের মৃত্যু বা দূর্ঘটনার দায় কি পুরোটাই সরকারের নাকি আমাদেরও আছে? আমার কথাটা অনেকেরই ভাল লাগবেনা এটাই স্বাভাবিক কারণ আমরা শুধু অন্যের দোষটাই দেখি নিজেদেরটাকে আড়ালে রেখে। এমনই একটা মৃত্যু হয়েছে গত ১০ই আগস্ট ২০১১ মালিবাগ রেলগেট কাঁচাবাজারে (হায়রে CAUTION!)।

কাঁচাবাজারটির অবস্থান রেললাইনের দুই ধারে। দোকানিদের পুরো দোকানটাই রেললাইনের উপর অবস্থিত। রেল আসলে এরা সেই সময়টার জন্যে দোকানটা একটু গুটিয়ে নেয়, রেল চলে গেলে আবার আগের মতোই চলে তাদের বেচা-বিক্রি। আর ক্রেতাদের জন্যে সাবধানতার জন্যে কিঝু না রাখলে একেবারে কেমন হয়! তাই দোকানিরা সবাই মিলে একজন বৃদ্ধকে বাশিঁ বাজানোর জন্যে রেখেছিল। তার কাজ হলো রেল গাড়ি আসলে বাশিঁ বাজিয়ে ক্রেতাদের রেললাইন থেকে সরিয়ে দেওয়া।

এমন করেই চলছিল কাঁচাবাজারটি। ঘটনার দিন বিকেলে কমলাপুর থেকে একটি ট্রেন আসতে দেখে সেই বৃদ্ধ তার বাশিঁ বাজিয়ে লোকজনকে সরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন আসছিল যা ঐ বৃদ্ধ ঠাওরে উঠতে পারেনি। যার পরিণতিতে দুই ট্রেনের মাঝখানে কাটাপড়ে তার মৃত্যু হয়। এই আগস্টেই আমরা আরো অনেককেই হারিয়েছি এমন দূর্ঘনায়।

যাদের মধ্যে সাধারণ মানুষ শুরু করে অনেক নামিদামি মানুষও রয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনির, খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ যাদের অন্যতম। আমরা চাই না আর দূর্ঘটনা, চাইনা প্রিয়জনকে হারাতে। দূর্ঘটনা বিষয়ক আমার অন্য একটি পোস্ট। চাইলে পড়তে পারেন>>> আমার আকুতি আমরা জাতি হিসেবে ততটা উন্নত নই কারণ আমরা পুরোপুরি শিক্ষিত নই।

এজন্যই হয়তো আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় বার বার। সঠিকভাবে-সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্যে-চলাফেরার জন্যে আমাদের যেটুকু শিক্ষার প্রয়োজন, আমার মনে হয় আমাদের সেটা আছ। যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে CAUTION বা সতর্কতা অবলম্বন। সবার কাছে আমার বিনীত আকুতি আমরা একটু সাবধান হই, একটা মিনিট সময়ের জন্যে নিজেদের মহামূল্যবান জীবনটাকে হারিয়ে না ফেলি। দেখেশুনে রাস্তাঘাট পার হই, ফুট ওভারব্রিজ ব্যবহার করি।

ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.