আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার পতন... আসন্ন কি ইসলামী পূণর্জাগরণ...?

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] আপনি হয়তো ভাবতে পারেন ছেলেটা একটু বেশীই কল্পনাপ্রবণ। কিন্তু আপনি ভালো করেই জানেন এই স্বপ্ন খালি একা আমার নয়, আরো অনেকেই আছে। যখন অসংখ্য মানুষের কল্পনা, স্বপ্ন, চিন্তা ভাবনা এক হয়ে যায় তখন তা বাস্তবে রূপ নিতে বেশী সময় লাগে।

হ্যা এটা সত্য ন্যাটোর সাহায্য ছাড়া গাদ্দাফীর পতন কখনোই সম্ভব হতো না। লিবিয়ার বিদ্রোহীরা অত সুসংগঠিত ছিল না। ন্যাটোর সরাসরি সাহায্যই গাদ্দাফীর পতন তরান্বিত করেছে। ৯/১১ -র পর যখন আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করে তখন আফগানিস্তানের নর্দান এলায়েন্সও একইরূপ সুবিধাভোগ করেছিল। যা হোক মূল কথা হলো বেন আলি, মুবারকের পর এবার গাদ্দাফীও একই পরিণতি ভোগ করলো।

ভেবে অবাক হতে হয় এরা এত দীর্ঘদিন ধরে এ দেশগুলো শাসন করলো অথচ জনগণের মনে জায়গা করে নিতে পারলো না। দেশগুলো খনিজ সম্পদেও ছিল সমৃদ্ধ। সেই খনিজ সম্পদ তারা ব্যবহার করলো ভোগ বিলাসে। দেশের সম্পদ, দেশের জনগণের সম্পদ দেশের উন্নয়নে ব্যবহার না করে তারা ব্যবহার করেছে নিজেদের উন্নয়নে, জনগণের সম্পদ লুটেপুটে তারা একেকজন সম্পদের পাহাড় বানিয়েছে। মুসলিম উম্মাহ্ -র সাথ বন্ধুত্ব জোরদার না করে তারা মনোযোগী ছিল জায়নিস্ট, সাম্রাজ্যবাদী পশ্চিমাদের তুষ্ট করতে।

আজ সেই পশ্চিমারাই তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আশা করি এইসব ঘটনা থেকে মুসলিম বিশ্বের ঐ সব সরকার প্রধানরা শিক্ষা নিবে যারা এখনো পশ্চিমা সাম্রাজ্যবাদী, জায়নিস্ট ও ব্রাক্ষবাদীদের দ্বারস্থ হয় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য। ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয় এবং কেউ বিচারের উর্ধ্বে নয়। অনেকেই হয়তো ভাবছেন মিশর, লিবিয়া ও তিউনিসিয়ায় সাম্রাজ্যবাদীরা প্রভুত্ব কায়েম করবে। সে আশায় গুড়েবালি।

আমি সেরকম কোন সম্ভাবনা দেখি না। এ দেশগুলোতে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তবে সেই সরকার সেক্যুলারপন্থী না হয়ে বরং ইসলামপন্থী হবার সম্ভাবনাই অনেক বেশী। আপনি যদি এ দেশগুলোর রাজনীতি সম্পর্কে একটু জানার চেষ্টা করেন তবে দেখবেন ইসলামী আদর্শে উজ্জীবিত দলগুলোই সেসব দেশের প্রধান বিরোধী দল। দীর্ঘদিন ধরে যারা নিপীড়িত, নির্যাতিত। এই জালিমদের হাতে শহীদ হয়েছেন সাইয়্যেদ কুতুবসহ অনেকেই।

এখন তারা যদি এই সময়ের সদব্যবহার করে সাফল্য ধরা দিতে বাধ্য। আমার কেন জানি মনে হয় সাম্রাজ্যবাদীরা খাল কেটে তাদের জন্য কুমীর ডেকে আনছে। যে কুমীর তাদের টুকরো টুকরো করে গিলে খাবে। হুমমম, আমি জানি আপনি ভাবছেন ছেলেটা একটু বেশীই কল্পনাপ্রবণ। কিন্তু আপনি ভালো করেই জানেন এই স্বপ্ন খালি একা আমার নয়, আপনিও হ্য়তোবা একদিন যোগ দিবেন আমার সাথে অন্যদের মতন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।