আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার কমিউনিস্টদের করণীয় (এক)

তত্ত্বগত বিচারে লিবিয়ার কমিউনিস্টদের করণীয় প্রধানতঃবুর্জোয়া স্বৈরতন্ত্র (ক্ষমতাসীন গাদ্দাফী সরকার) বিরোধী সশস্ত্রগণসংগ্রাম গড়ে তোলা। গাদ্দাফী সরকারই লিবিয়ারশ্রমিকশ্রেণীর, শ্রমিক কৃষক মেহনতী জনগণের মুক্তিসংগ্রামেরপথে প্রধান সমস্যা প্রধান শত্রু। লিবিয়ার রাজতন্ত্রী স্বৈরতন্ত্র উচেছদের সংগ্রামে কর্ণেল গাদ্দাফীরবুর্জোয়া গণতান্ত্রিক ভূমিকা ছিল প্রগতিশীল। রাজতন্ত্র উচেছদউত্তর লিবিয়ায় বুর্জোয়া সমাজ বিনির্মাণে গাদ্দাফী একজনবুর্জোয়া স্বৈরশাসক। শ্রেণীচরিত্রের কারণে গাদ্দাফী শেষ পর্যন্তসাম্রাজ্যবাদের একজন চতুর সহযোগী।

লিবিয়ায় চলমান সশস্ত্র গণঅভ্যুত্থানের শ্রেণীচরিত্রআনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক (বুর্জোয়া গণতান্ত্রিক)। কিন্তু উপরোক্তসশস্ত্র গণঅভ্যুত্থানের শ্রেণীচরিত্র বস্তুতঃ সমাজতান্ত্রিক(সমাজতান্ত্রিক গণতান্ত্রিক)। লিবিয়ায় চলমান সশস্ত্র গণঅভ্যুত্থানপ্রধানতঃ রাজনৈতিকভাবে স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র ও সরকারেরশোষণ নির্যাতন বিরোধী সশস্ত্র গণসংগ্রাম। লিবিয়ারকমিউনিস্টদের ভ্রান্ত তত্ত্বগত লাইনের কারণে দেশেসমাজতান্ত্রিক সংগ্রাম প্রাধান্যমূলক নয়। লেনিন উত্তর আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন (রাশিয়া ও চীন)কর্তৃক সৃষ্ট মেহনতী জনগণের প্রধান শত্রু নির্ধারণ বিষয়ক ভ্রান্ততত্ত্বগত লাইনের কারণে আরব দেশগুলিতে কমিউনিস্টআন্দোলনের গুণগত বিকাশ ঘটেনি।

এসকল দেশে মেহনতীজনগণের মুক্তিসংগ্রাম গুণগতভাবে শক্তিশালী হয়নি। এসব কথাদক্ষিণ এশিয়ার দেশগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। লেনিন উত্তর রাশিয়া ও চীনের কমিউনিস্ট পার্টির ভ্রান্ত তত্ত্বগতলাইনটি হলো সাম্রাজ্যবাদের পরোক্ষ শোষণকে প্রত্যক্ষ শোষণহিসাবে নির্ধারণ করা। আরব দেশগুলির বুর্জোয়া শাসকগণকেসাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের নেতা অথবা সাম্রাজ্যবাদের চাকরবাকর হিসাবে নির্ধারণ করা। অথচ আরবের উপরোক্ত বুর্জোয়াস্বৈরশাসকগণই হলো নিজ নিজ দেশে মেহনতী জনগণের প্রধানশত্রু।

আরবের রাজতন্ত্রী স্বৈরশাসকগণের ক্ষেত্রেও মূলতঃ একথাপ্রযোজ্য। লিবিয়ার কমিউনিস্টদের করণীয় হলো প্রধানতঃ ক্ষমতাসীনবুর্জোয়া স্বৈরশাসক গাদ্দাফী বিরোধী শ্রমিক কৃষক মেহনতীজনগণের সশস্ত্র গণসংগ্রাম সংগঠিত করা। পাশাপাশি লিবিয়ারনির্যাতিত জনগণকে সাহায্যের নামে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলিরশ্রেণীস্বার্থের ষড়যন্ত্রকে প্রতিহত করা। দেশে ধর্মীয় মৌলবাদবিরোধী সংগ্রাম গড়ে তোলা। দেশে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিকসংগ্রাম প্রধানতঃ সমাজতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলা।

লিবিয়ার কমিউনিস্টদের কর্তব্যকর্ম হলো মার্কসবাদ-লেনিনবাদও সমাজতন্ত্র-কমিউনিজমের পতাকাকে সমুন্নত রাখা। মার্কসবাদ-লেনিনবাদ কমিউনিস্ট আন্দোলনের প্রধান তত্ত্বগতভিত্তি। মার্কসবাদ-লেনিনবাদ বিশ্বজনীন কমিউনিস্ট মতবাদকমিউনিস্ট ভাববাদ। আরব সমাজতান্ত্রিক সংগ্রামের বিজয়অনিবার্য। আরব শ্রমিকশ্রেণীর, শ্রমিক কৃষক মেহনতী জনগণেরবিজয় অনিবার্য।

তারিখঃ ০৯.০৩.২০১১ আইউব রেজা চৌধুরী http://liberator.com.bd/?p=243 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।