আমাদের কথা খুঁজে নিন

   

মাথা মোটা

একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা। মাথা মোটা শব্দটি সাধারনত বিদ্রুপার্থেই বেশি ব্যাবহার হয়ে থাকে। কোন মন্ত্রী উলটাপালটা কথা বলল, অমনি তার মাথা মোটা উপাধি জুটে যেতে পারে। তবে সবচেয়ে বেশি মনে হয় এই উপাধি জুটে আপামর আম ছাত্র ছাত্রীদের।

আম বলছি এই কারনে ইদানিং নানা স্যারদের অত্যাচারে ছাত্র ছাত্রিরা বড়ই অসহায়। আমাদের পিটানো হচ্ছিল, বন্ধের জন্য আইন হল। এখন মনে হয় ধর্ষন বন্ধের জন্য আইন করতে হবে। আমরা এতটাই আম যে অর্ধেক ভাড়া দিতে চাইলে কথা শুনতে হয়(সরকারী পরিবহনে) , অথচ আগে নাকি ফ্রি যাইতো। সে যাই হোক মাথা মোটা সবচেয়ে বেশি জুটে ক্লাসের পিছিয়ে থাকা ছেলেদের।

তা তাদের মাথার মধ্যে বেশি কি থাকে?সোজা উত্তর গোবর। তা সেই মাথা মোটাদের নিয়ে গবেষনা করতে যেয়ে বেরিয়ে এল অদ্ভুত তথ্য। একটা বিজ্ঞান আছে যারা এই মাথার সাইজ নিয়ে গবেষনা করে। নাম তার ফ্রেনোলজি। যদিও এখন এটা মোটা মুটি বিলুপ্ত, তবে কিছু তথ্য পাওয়া যায়।

এদের মতে আপনার মস্তিস্কের বিভিন্ন অংশের বিস্তৃতি আপনার চরিত্র, বুদ্ধিমত্তা, পেশার নির্ধারক। যেমন ধরুন-আপনার চোখের উপরের অংশ যদি চওড়া হয়ে থাকে তবে আপনার সৃস্টিশীলতা বেশি থাকবে। তবে সেখানে আমি কোন মাপ পেলাম না, যেটাকে বেস ধরে আমি আমার টা মাপব। তবে এটা বুঝলাম যে মাথা বড় থাকা দরকার। আবার কানের পিছনের অংশ যদি বড় হয় তবে আপনার প্রেম ভালবাসা এবং বন্ধুত্ব পরায়ন হবার সম্ভাবনা বেশি থাকে।

আবার কম থাকলে কঠোর হবার প্রবনতা থাকে। মোদ্দাকথা আপনার মাথা মোটা তো আপনার সবকিছুই বেশি বেশি। তবে বর্তমান বিজ্ঞান তা বলেনা। তারা বলে তাহলে তো হাতির মাথা মানুষের চেয়ে বড়, তারা কেন বুদ্ধিমান নয়। জানা গেল মানুষ তার মস্তিস্কের মাত্র ৭/৮ ভাগ ব্যাবহার করে।

আর হাতি মাত্র নাকি .১-১ শতাংশ। খারাপ না। আরো জানলাম যে ছেলেদের মাথা মেয়েদের চেয়ে মোটা, তাই বলে কি মেয়েরা পিছিয়ে আছে। মেয়েরা নাকি ছেলেদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকে। (তবে আমার মত হল প্রেমে পড়লে ছেলেরা বোকা সাজতে পছন্দ করে) তাই, আমার কথা হল মাথা মোটা বা মাথার আকার কোন ব্যাপার নয়।

আপনি কতটুকু আন্তরিক সেটাই ব্যাপার। আরে ভাই স্কুল পালানো ছেলেরাই তো ফ্রান্সকে নাকি রক্ষা করেছিল। পড়ি না বলেই তো নেট ঘেটে ঘেটে এই সব আজাইরা কাম করি। আমার ক্লাসের ফার্স্ট বয় তো নেট চালাইতে পারে নাকি সন্দেহ আছে!!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.