আমি আমার মত তোমায় দেখি আর ভাবি... কতটা দূরে গেছ তুমি? তোমার চোখ আমায় দেখেনা, তোমার হাত আমায় ছোঁয় না, তোমার স্বপ্নের রং পাল্টে গেছে... তোমার প্রতিটি ক্ষনে আজ আমি অতীত। এই অনাকাঙ্খিত বাস্তবতার দায়ভার কার? না, তুমি তো দূরে যাও নি, আমিই তো কাছে নেই। তোমার চোখ আজো আমায় খোঁজে, আমিই তো অদৃশ্য। তুমি আজো হাত বাড়িয়ে আমার স্পর্শের অপেক্ষায়, আমি তো অনুভবে স্পর্শে নই। না, স্বপ্নের রং পাল্টায় না, পাল্টায় নি, সে তো ধুসর কিংবা সাদা কালো। তোমার প্রতিটি ক্ষনে আমি আজও বর্তমান, আমিই তো অতীত অতিক্রম করতে পারি নি। হয়তো সব কিছুর জন্য আমি দায়ী... আমার স্মৃতি বুকে তুমি আজো ভেবে যাও... কতটা দূরে আছো তুমি? আমার চোখ আজো তোমার অপেক্ষায়, আমার প্রতিটি রোম কূপ তোমার স্পর্শের শিহরন চায়, তুমি কি আজো স্বপ্ন দেখ নতুন করে বাঁচার? তুমিই তো আমার প্রতিটি ক্ষনের স্রষ্টা... হয়ত আমিই তোমায় আগলে রাখতে পারি নি... আমিই দায়ী.... __________________________রেলী'র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।