আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের এক নাগরিককে বান্দরবান ছাড়ার নির্দেশ

বাংলার জনগন বান্দরবান, ১৯ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): বিতর্কিত কর্মকাণ্ড ও দুটি পাসপোর্ট রাখার অভিযোগে যুক্তরাজ্যের নাগরিক জেরি পল এলেনকে বান্দরবান ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার তিনি তার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে জেলা প্রশাসক তাকে ডেকে এ নির্দেশ দেন। জানা গেছে, তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় মেয়াদ বৃদ্ধির জন্য তিনি বোমাং রাজার মাধ্যমে জেলা প্রশাাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসক তার আবেদনটি খারিজ করে তাকে দ্রুত বান্দরবান ছাড়ার নির্দেশ দেন। এ বিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেরির দুটি পাসপোর্ট রয়েছে।

পাসপোর্টের মেয়াদ বাড়ানোর অবেদন করলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগযোগ করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের নাগরিক জেরি পল এলেন জানান, জেলা প্রশাসক তাকে বান্দরবান ছাড়ার নির্দেশ দিয়েছেন। দুটি পাসপোর্ট থাকা প্রসঙ্গে তিনি জানান, পাসপোর্ট করার সময় ভুলবশত দুটি নম্বর হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজাদের (চিফ) দফতরগুলো জনকল্যাণে ঢেলে সাজানোর জন্য বিনা পারিশ্রমিকে কাজ করে আসছিলেন। তবে একাধিক গোয়েন্দ সূত্র জানায়, জেরি ৯০-এর দশকে শ্রীলংকাভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী দলের হয়ে কাজ করতেন।

পরে তাকে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিওএস ঢাকায় ও পরে পার্বত্য চট্টগ্রামে নিয়োগ দেয়া হয়। গত বছর জেরি বান্দরবানের বোমাং রাজার কার্যালয়ে যোগ দেন। তিনি গত ৯ আগস্ট বান্দরবানে আদিবাসী ফোরাম আয়োজিত সরকার বিরোধী সমাবেশে প্রকাশ্যে অংশগ্রহণ করেন। এছাড়াও জেরির একই সঙ্গে ২টি পাসপোর্ট থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। (শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/ওআর/আরআর/এসসি/১৯.২৫ঘ.) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.