আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের হাসপাতালে ‘সুপারবাগ’



যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নতুন এক ধরনের সুপারবাগ বা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। অধিকাংশ, এমনকি সবচেয়ে শক্তিশালী এন্টিবায়োটিকও এই সুপারবাগ প্রতিরোধ করতে পারে না। বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, ভয়াবহ এই সুপারবাগ সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ নামে পরিচিত এনজাইম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সফর করা এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা নেওয়া লোকজনের মাধ্যমে যুক্তরাজ্যে পৌঁছেছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের টিমোথি ওয়ালস গত বছর ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং ই-কোলি নামের দুই ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে প্রথম এনডিএম-১-এর খোঁজ পান।

ভারতে হাসপাতালে চিকিৎসা নিয়ে এমন এক সুইডিশ রোগীর শরীরে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। যুক্তরাজ্যে এ পর্যন্ত প্রায় ৫০ জনকে সনাক্ত করা হয়েছে, যাঁরা নতুন এই সুপারবাগে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৩৭ জনের ওপর গবেষণায় দেখা গেছে, তাঁদের মধ্যে ১৭ জন আগের বছর ভারত বা পাকিস্তান সফর করেছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন। এঁদের বেশির ভাগ কসমেটিক সার্জারি করিয়েছেন। এনডিএম-১-এর কারণে কোনো এন্টিবায়োটিক এমনকি সবচেয়ে শক্তিশালী এন্টিবায়োটিক কারবাপেনিমসও ব্যাকটেরিয়াকে বিনাশ করতে পারে না।

বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, এন্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে, এমন অন্য ব্যাকটেরিয়ায়ও এনডিএম-১ ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা, আস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও ইতিমধ্যে একই ধরনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। গবেষকেরা বলছেন, এনডিএম-১ বিশ্ব স্বাস্থ্যের জন্য একটি অন্যতম সমস্যা হয়ে দেখা দিতে পারে। এই জীবাণু দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত চিকিৎসা প্রায় অসম্ভব। গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ প্রতিরোধ করতে হলে দ্রুত একে শনাক্ত করতে হবে এবং হাসপাতালে কোনো রোগীর দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া গেলে তাঁকে দ্রুত অন্যদের থেকে আলাদা করে ফেলতে হবে।

হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রোগজীবাণু নাশকরণ এবং চিকিৎসক ও সেবিকারা জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুয়ে সাধারণ সংক্রমণ প্রতিরোধ করতে পারেন। আর এনডিএম-১ বহনকারী ব্যাকটেরিয়ার সংক্রমণ-চিকিৎসায় বর্তমানে অনেকগুলো এন্টিবায়োটিক একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। তবে গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ মহামারি আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং বিষয়টি আশঙ্কাজনক। গবেষক এবং যুক্তরাষ্ট্রের হেল্থ প্রকেটশন এজেন্সির কর্মকর্তা ডেভিড লিভারমোর বলেন, বিশ্ব স্বাস্থের জন্য এটি একটি মারাত্মক হুমকি। কেননা, এনডিএম-১ প্রতিরোধের জন্য কোনো উপযুক্ত এন্টিবায়োটিক এখনো আমাদের হাতে নেই।

বিবিসি, এএফপি। সূত্রঃ প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.