"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" রোযার মাকরুহ সমূহোঃ ১-বিনা প্রয়োজনে কোনো কিছুর স্বাদ নেওয়া ২-মিথ্যা বলা ৩-গীবত করা ৪-অশ্লীল কথা বলা+গালি দেওয়া ৫-ইচ্ছাকৃতোভাবে বমি করা ৬-অহেতুক ইফতারে দেরি করা ৭-কর্ণ কূহরে পানি প্রবেশ করানো ৮-মুখে তেল রাখা ৯-বারবার কুলি করা বা গোসল করা ১০-ভেজা কাপড় গায়ে জড়িয়ে রাখা ১১-বুটের চেয়ে ছোট কোনো বস্তু চাবিয়ে গিলে ফেলা ১২-অনিচ্ছাকৃতো ভাবে বমি এসে তা আবার উদরে চলে যাওয়া ১৩-অস্থিরতা ও কাতোরতা প্রকাশ করা ১৪-কয়লা,মাজন,পেষ্ট দিয়ে দাত মাজা ১৫-কোনো জিনিষ মুখে দিয়ে রাখা ১৬-গড়গড় করা ১৭-নাকের ভেতর পানি টেনে নেওয়া ১৮-ইচ্ছাকৃতো ভাবে মুখে থুথু জমা করে গিলে ফেলা (এখানে মোটামুটি প্রয়োজনীয়গুলো দেওয়া হয়েছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।