আমাদের কথা খুঁজে নিন

   

রোযার নুরানি লাচ্ছি

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

(ছবি সমকাল পএিকার সৌজন্যে) রোযার মাসে নুরানি লাচ্ছির জমজমাট ব্যবসার কথা আজকের পএিকায় পড়ছিলাম। শুধু নুরানি লাচ্ছি কেন, মোল্লার হালিম, দই বড়া আর চকবাজারে উপচে পড়া মানুষের ভীঁড় ইফতারির সওদা কেনার জন্য। রোযার মাস যতোটা না কৃচ্ছতার সন্ধান দেয় তার চেয়ে বেশী যোগান দেয় জমজমাট উৎসবমূখর ভোজনবিলাসী আয়োজনের। স্বয়ং বিধাতাও হয়তো এদেশের রোযার উৎসবমূখরতা দেখে তাজ্জব বনে যান। যে রোযা কৃচ্ছতার শিক্ষা দেয় আর গরীব_ধনীকে এক সারিতে নিয়ে আসে অনুশীলনের অশিথিল বন্ধনে সেই রোযায় খাদ্য উৎসব ও দ্রব্যমূল্যের আকাশচুম্বী প্রতিযোগিতায় অন্তরীণ নাগরিক জীবনের দু:খ-কস্ট হয়ে উঠে খবরের কাগজের প্রধান শিরোনাম।

রোযা যদি কৃচ্ছতার শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়, নিবৃত হওয়ার শিক্ষা দেয়, সংযত হওয়ার শিক্ষা দেয়, সহমর্মী হওয়ার শিক্ষা দেয়- তাহলে আমরা আবারও আনুষ্ঠানিকভাবে প্রমান করবো আমরা রোযার শিক্ষা থেকে কতোটা দূরে সরে গিয়েছি। মৌলবাদীরা চেস্টা করবে ধর্মের চেয়ে নিজেদের ছায়া দিয়ে নির্বোধ নাগরিকদের আলোকিত করতে। প্রধানমন্ত্রী এতিম শিশুদের সাথে প্রথম রোযার ইফতারি করে হতভাগ্য কতিপয় শিশুকে ইতোমধ্যে কৃতার্থ করেছেন। ধর্ম ব্যবসায়ীরা এবারও হোটেল শেরাটনে বিদেশী কূটনীতিকদের ইফতারির দাওয়াত দিয়ে বিদেশী রসনাকে উপাদেয় ব্যঞ্জন দিয়ে সিক্ত করে ধর্মকে আলোকিত করবে। রাজনৈতিক নেতারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ধর্মভীরুতার ব্যবাসায়িক বিজ্ঞাপন দেবে।

মজুতদাররা আর ঘুষখোররা রোযার মাসে বাড়তি আয় করে ধন্য করবে এই পবিএ মাসকে। এর বাইরে যেসব দরিদ্র আর হতভাগ্য সাধারণ মানুষের বসবাস তাদের জন্য রোযার কোন আকর্ষণ নেই। বাড়তি আনন্দ নেই। তাদের টানাপোড়নের সংসারে রোযা হচ্ছে বাড়তি উপদ্রব। সারা বছরের উপবাসের সাথে একমাসের উপবাস বাড়তি কোন কস্ট নয়।

রোযার কল্যাণে বাজারের আগুনে তারা এখন অনেক বেশী দগ্ধ। তারা বিমুগ্ধ হয়ে খোঁজে না নুরানী লাচ্ছি। ধর্ম যখন ব্যবসা আর রাজনীতির উপাদান সেখানে নুরানী লাচ্ছি তোলা থাকে সৌভাগ্যবানদের জন্য। ধর্মের অর্থনীতি নিয়ে কেউ কখনো হিসেব কষে না। দরিদ্রদের খোদা সচরাচর খুব সহিষ্ণু হয়ে থাকেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.