মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে অনেক তোলপাড় চলছে। অনেক বীর লোকজন কয়েকদিন চুপচাপ থাকবেন ফেসবুকে এটা শিউর। এইসুযোগে আসেন আমরা কিছু তেল মারি সরকারী দলকে। তেলের দামকে আরো ২০ টাকা বৃদ্ধির অঙ্গিকার নিয়ে ১০ টি তৈলাক্ত স্ট্যাটাস।
১. এই সরকারের আমলে দেশে বেহেশতী হাওয়া বইছে, আমি আনন্দিত আমি, আমি, আমি (মুখে ফেনা তুলার ইমো হবে)
২. আমি আওয়ামী আমলে মরতে চাইনা, জানি জান্নাতেও এতো নাগরিক সুবিধা পাবো না।
৩. রাস্তাঘাট ভাঙ্গা?? গাড়িতে চড়ার কি দরকার?? হেটে যান। জনগনকে সুস্থ-সবল রাখার যুগান্তকারী পরিকল্পনাকারীকে অভিনন্দন।
৪. আমার প্রিয় ব্যক্তিত্ব "প্রধানমন্ত্রী শেখ হাসিনা"
৫. আজকে সিদ্ধান্ত নিলাম আমার মেয়ের নাম রাখবো "সাহারা"
৬. নিন্দুকেরা বলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে..কই?? ওইদিনও আমাকে ছিণতাইকারীরা ধরে সব কিছু কেড়ে নিলেও আন্ডারওয়্যারটা ফেরত দিয়েছে। ওরা মহান।
৭. আমার বাসার সামনের সড়কটির নাম পরিবর্তন করে দিপুমনি সড়ক করতে চাই। বলুনতো কেমন হবে??
৮. ইনশাল্লাহ এই সরকার গাড়ীর ব্যবহার কমিয়ে প্লেনের চাহিদা বাড়াবে। আমি স্বপ্ন দেখছি উড়ছি ব্যক্তিগত প্লেনে।
৯. বন্ধুত্ব কাকে বলে তা শিখেছি আমি এই সরকারের কাছে।
১০. আমি নিজেকে ধন্য মনে করছি, কারন আমি এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছি যখন সর্বকালের সেরা সরকার দেশ শাসন করছে।
গড তোমাকে অনেক ধন্যবাদ। প্রার্থনা করি যেন পরজন্মেও এমন সরকার পাই।
কেউ মাইন্ড খাইলে আমি দু:খিত কিন্তু অনুতপ্ত না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।