আমাদের চামড়া এখন গন্ডারের চামড়া থেকেও মোটা।
একটা প্রবাদ আছে অলস মস্তিস্ক শয়তানের আড্ডা খানা। কোন কাজ না থাকলে নাকি মাথায় নানান আইডিয়া আসে। আমি সে অর্থে অলস না; আমার প্রচুর কাজ, সারাদিনই প্রায় ব্যস্ত অফিসের এবং নিজের ব্যক্তিগত কাজ নিয়ে। কিন্তু তারপরও আমার মাথায় সারাদিন আইডিয়া কিলবিল করে। আজ আমি আমাদের দেশের রাজনৈতিক সমস্যার একটা সমাধান বের করেছি।
যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখে আসছি সরকার দল ভাল বা মন্দ যেই সিদ্ধান্তই নিক না কেন বিরোধীদল তার বিরোধীতা করে (নিজেদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া)
সরকারীদল যা করতে চায় যদি তার উল্টাটা বলে তাইলেই এ সমস্যার সমাধান করা যায়। সরকার যদি ডানে যেতে চায় তাহলে বলতে হবে আমরা বামে যাবো সাথে সাথে বিরোধীদল বিবৃতি দিবে বামে গেলে দেশ এবং জাতীর বিরাট সংকটে পড়বে আমরা তার তিব্র বিরোধীতা করি ইত্যাদি ইত্যাদি। আর তখনই সরকার তাদের পূর্ব পরিকল্পনামাফিক ডানে যেতে পারে। এই ফর্মুলা আওয়ামীলীগ বা বিএনপি যে দলই ক্ষমতায় বা বিরোধীদলে থাকুক না কেন সমান ভাবে কার্যকর হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।