বিরোধীদলের উচিত এখন সরকারীদলের অবরোধকে সম্মান দেখিয়ে, যেদিন সরকারীদলের অবরোধ শেষ হবে, তার পরের দিন ঢাকায় সমাবেশ করা । যেমন ধরুন-২৯তারিখে যদি সরকারীদলের অবরোধের শেষ দিন হয় ,তবে ৩০তারিখে বিরোধীদলের সমাবেশ করা, আবার সরকারীদলের অবরোধের সময় সীমা বেড়ে যদি ৩০তারিখ পর্যন্ত বর্ধিত হয়, তবে বিরোধীদলের সমাবেশ ১লা জানুয়ারীতে করা । অনুরুপভাবে, সরকারীদল যতদিন, তাদের অবরোধ কর্মসূচী চালিয়ে যাবে অর্থ্যাৎ সরকারীদল কৌশলে গাড়ি- ঘোড়া বন্ধ রেখে বিরোধীদলের সমাবেশকে বাধাগ্রস্ত করবে, বিরোধীদলের উচিত হবে ততদিন পর্যন্ত তাদের সমাবেশের তারিখ পরিবর্তন করে করে, সরকারীদলের অবরোধকে দীর্ঘায়িত করে বিরোধীদলের আন্দোলেন নতুন মাত্রা যোগ করে, সরকারকে বিপর্যস্ত করার কৌশল অবলম্বন করা । বিরোধীদল যদি এই পদক্ষেপটি নিতে পারে, তবে এক সময় দেখা যাবে যে, সরকারীদল আর কখনও অনুরুপ ছলচাতুরীর আশ্রয় নিয়ে, বিরোধীদলের আন্দোলন কর্মসূচীকে বাধাগ্রস্ত করার সাহস পাবে না । এই কথা সবারই মনে রাখা উচিত যে, শুধু সৈন্য সংখ্যা বেশী হলেইসব সময় যুদ্ধে জয় লাভ করা যায় না , কৌশলী পথ অবলম্বন করলে, অনেক সময়, অনেক কম সংখ্যক সৈন্য নিয়েও যুদ্ধে জয়লাভ করা যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।