আমাদের কথা খুঁজে নিন

   

সরকারীদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলীয়করণ ও চাঁদাবাজি থেকে ফিরে আসার জন্য আহ্বান_ ফজলে হোসেন বাদশা

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

ফজলে হোসেন বাদশা বলেন, সরকারীদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলীয়করণ ও চাঁদাবাজি থেকে ফিরে আসতে হবে। এ সরকার দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। নির্বাচনী ইস্তেহারেও সে কথা উল্লেখ ছিল। ওয়ার্কার্স পার্টি থেকে আমাদের স্পস্ট বক্তব্য হলো_ ১৪ দলের ২৩ দফা নির্বাচনী ইস্তেহারে দেয়া বক্তব্য বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা রায়, শিক্ষানীতি বাস্ততবায়ন, ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, যুদ্ধাপরাধীদের বিচার, দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ সকল বোমা হামলা তদন্ত ও বিচারের ক্ষেত্রে ওয়ার্কার্স পার্টি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ-মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ২০০৬ সালে নির্বাচনী জোট করেছিলাম। কারণ ওই ঘাতকদের বিপরীতে একটি গণতান্ত্রিক শক্তির সরকার প্রতিষ্ঠার জন্য। আজ আমরা মনে করি এ সিদ্বান্ত সঠিক। তেল-গ্যস উত্তোলনের পক্ষে ওয়ার্কার্স পার্টি।

কিন্তু সেই উত্তোলনকৃত তেল-গ্যাসের সম্পূর্ণ মালিকানা জনগণের এবং তা জনস্বার্থে কাজে লাগাতে হবে। তিনি কংগ্রেস প্রসঙ্গে বলেন, এবারের কংগ্রেসে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তরুণ প্রজন্ম ও নারী নেতৃত্বকে প্রধান্য দেয়া হবে। ১৭ নভেম্বর বেলা ২টা ১৫ মিনিটে ৮ম কংগ্রেসের তৃতীয় অধিবেশনের মধ্যাহ্ন বিরতির সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। কংগ্রেসের তৃতীয় অধিবেশনে আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কার্যসূচী শুরু হয়। এ সময় মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের উপর বক্তব্য রাখেন রাশেদ খান মেনন।

এরপর কংগ্রেসের সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড হাজেরা সুলতানা বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় সংক্রান্ত বক্তব্য রাখেন। এই রিপোর্ট শেষে পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা রাজনৈতি প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবে অসাম্প্রদায়িক শক্তির সমাবেশ ঘটানো, জঙ্গিবাদ-মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচা, বঙ্গবন্ধু হত্যা মামলা রায়, ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়। এরপূর্বে কংগ্রেস অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার সকালে আন্তর্জাতিক সংহতি প্রস্তাব উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্তর্জাতিক সাব কমিটির আহ্বায়ক কমরেড মোজাম্মেল হক তারা। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতীম কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেসের মূল অধিবেশন চলছে। কংগ্রেসের অধিবেশন গত ১৫ নভেম্বর সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে শুরু হয়। আগামীদিন কংগ্রেসের সমাপনী আধিবেশ। এ অধিবেশনে নতুন কমিটি নির্বাচিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.