আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্ট, & ফেসবুকে status

‎"ফেসবুকে status দেয়া ব্যাপারে 'ব্যবস্থা' চায় হাইকোর্ট। এইবার বলুন, "অরে আল্লাহ, হেইয়া দেক্সো............ ফেসবুকখান্তো কারো বাফের না...হেইয়া কলাম কারো জামাইরো না। মুই কিছু আফনাগরে কইতে ফারিনা...হেশকালে ফেসবুকেই কই......হেইয়াইও আফনেরা আইন করতে ছান!!!!??" গ্যারান্টি দিতে পারি, সামনে গুগলে কি খোঁজতে পারবেন আর কি কি পারবেননা তাও বলে দেবে সরকার। আফসোস...আফসোস..."--জনৈক ব্যাক্তি হাইকোর্ট না করলেও.........মুর্খ ছাত্রলীগানরা রাস্তায় স্লোগান দিবে........."ফেসবুক বন্ধ করো......হাম্বা হাম্বা......ম্যাআআআআআআআআআআআআআআ"'---জনৈক ব্যাক্তি ‎"হাইকোর্ট কি মাকি আখ । বিডি সরকার কে **** করার টাইম নাই । মোরা কইলে কয় হেয়্যা .....আবার বলে ডিজিটাল :p :p ...এটা যদি কোন পাগল এ শুনে হাসতে হাসতে বেহুশ হয়ে যাবে "-জনৈক ব্যাক্তি ফেসবুকের কমেন্টে "ফেসবুকে status দেয়া ব্যাপারে 'ব্যবস্থা' চায় হাইকোর্ট। এইবার বলুন, "অরে আল্লাহ, হেইয়া দেক্সো............ ফেসবুকখান্তো কারো বাফের না...হেইয়া কলাম কারো জামাইরো না। মুই কিছু আফনাগরে কইতে ফারিনা...হেশকালে ফেসবুকেই কই......হেইয়াইও আফনেরা আইন করতে ছান!!!!??" গ্যারান্টি দিতে পারি, সামনে গুগলে কি খোঁজতে পারবেন আর কি কি পারবেননা তাও বলে দেবে সরকার। আফসোস...আফসোস..."--জনৈক ব্যাক্তি এই পোষ্টের লাইগা না জানি কয়জন আমারে ছাগু,শিবির এই গালি গুলান দিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.