আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগার মানুষকে প্রপোজ করার কত রীতিই যে পৃথিবীতে আছে !

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না "ভালবাসি" এই কথাটি বলতে সাহস যোগাতে অনেক চাইনিজ ছেলে বিয়ার/ পাই-জিয়ৌ খায়, এতে কিছুটা মাতাল হলেও মনে নাকি বল আসে তখন পছন্দের মেয়েটিকে হিয়ার মাঝে জন্ম নেয়া ভালবাসার কথা মুখপানে তাকিয়ে চোখে চোখ রেখে বলতে পারে. আবার এমনও অনেক ছেলে আছে যারা মদ্যপান করেও সরাসরি ফেস টু ফেস বলতে পারে না, এধরনের ছেলেরা রাতের বেলা লেডিস হলের সামনে গিয়ে সংশ্লিষ্ট মেয়ের নাম ধরে চিল্লাইয়া চিল্লাইয়া বলে "উ-অ আই নি / i lv u" রাতের বেলা সুনশান নীরবতা থাকায় মাঝে মাঝেই এধরনের আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাই. তবে এজন্য ঐ ছেলেকে যে অন্যরা টিজ করবে তা কিন্তু নয় এটাই এদের নিয়ম. যে যত লোকের সামনে ভালবাসার কথা বলতে পারবে তাকে সবাই তত বাহবা দেয়. যেমন- অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে কোন মেয়ের পারফরম্যান্স [নাচ,গান,বক্তৃতা .....] শেষে দেখা যায় হঠাৎ করে দৌড়ে মঞ্চে লাফিয়ে পড়ে মেয়েটির হাতে ফুল দিচ্ছে এবং উচ্চস্বরে বলছে ""উ-অ আই নি" চাইনিজদের সাথে কোন খাওয়ার অনুষ্ঠানে / রেস্টুরেন্টে কোন party তে গেলে একটু সাবধানে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত কারন এরা তো বিয়ার/ পাই-জিয়ৌ খেতে পছন্দ করে..এখানেই কাহিনী. পাশ্চাত্যের ওরা ধীরে ধীরে সময় নিয়ে ড্রিংকস করে কিন্তু চাইনিজরা একনাগারে খায় বলে খুব দ্রুত ড্রাংক হয়ে যায় তখন তাদের কথা, আচরণ জটিল funny ! লাইভ বিনোদন যাকে বলে. জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আমরা ১১জন ফ্রেন্ড এক চাইনিজ ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওখানে এক অনন্যা সুশ্রী চৈনিক কইন্যা ড্রাংক হয়ে ছেলে-মেয়ে নির্বিশেষে সবার সাথে কোলাকুলি করে i lv u বলেছে. আমার থিছিছ সুপার ভাইজারের রেস্টুরেন্টে আয়োজন করা party'তেও দেখেছি শিক্ষকের সামনেই ফানি এক্টিং করতে, এজন্য টিচার বা অন্য কেউ কিছু মনে করে না. বিপদ ঘটে যখন কারো সাথে কারো কথা কাটাকাটি শুরু হয়, নিজের উপর কন্ট্রোল না থাকায় অনেকেই খুব গরম হয়ে যায়. মেয়েদের ক্ষেত্রে দেখা যায় প্রথমে খুব হাসাহাসি, এরপর কথা কাটাকাটি... এরপর কান্নাকাটি অবশেষে চোখ মুছতে মুছতে গলাগলি করে মিটমাট হবে. চৈনিক মেয়েরা সাধারনত অল্পতেই ড্রাংক হয়ে যায় আর চাইনিজ পোলারা এই ট্রিকসই কাজে লাগায় ! ড্রিংক করাতে ইনসিস্ট করে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.