আমাদের কথা খুঁজে নিন

   

তারেক মাসুদ, মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠান

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ প্রিয় বন্ধুরা, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ যৌথভাবে অকাল প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী শনিবার শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীর এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে। ধন্যবাদান্তে এন, রাশেদ চৌধুরী বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম বেলায়াত হোসেন মামুন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আনোয়ার চৌধুরী বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ ০১৭১৩০৩৭৬৬০ ০১১৯৯০০১২৯৭ ০১৭১৮৯৫৬৫৭৭ তারেক মাসুদ, মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠান ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ যৌথভাবে অকাল প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি আগামী শনিবার সকাল ১১ টা থেকে সারাদিনব্যাপী শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তারেক মাসুদ পরিচালিত একাধিক চলচ্চিত্রের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সকাল ১১টা, দুপুর ১টা ও সন্ধ্যা ৭.৩০ টায় দর্শনীর বিনিময়ে। প্রদর্শনীগুলোর টিকিট বিক্রয় লব্ধ অর্থ তারেক মাসুদের সাথে একই দুর্ঘটনায় নিহত তিনজন চলচ্চিত্র কর্মীর পরিবারকে দেয়া হবে। এছাড়া অনুষ্ঠানে বিকাল ৩ টা থেকে তারেক মাসুদ, মিশুক মুনীর স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখবেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.