ও টুটুল........... তুই আর বেঁচে নেই ফেলবিনা নিঃশ্বাস এ কথা কীভাবে করবো বিশ্বাস। আমি পারিনা করতে তবুও এ কথা যে নয় ভূল। ওরা তোকে বাঁচতে দিলোনা, শুনলোনা তোর কোন আকুতি, শুনলোনা তোর কোন মিনতি, আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি; তুই যে রাজনীতির মাশুল। ও টুটুল........... তোর সাথে দেখা হয়েছিল আমার, একসাথে স্নান আর করেছিলাম আহার, আজ তুই নেই আমি আছি এ কোন নিয়তি, আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি; তুই যে রাজনীতির মাশুল। ও টুটুল........... আজ তুই আকাশের ঐ তারা, আমাকে দিচ্ছিস ইশারা, ইশারায় শুনেছি তোর ধ্বনি, তোমারা ঘৃণা কর, ঘৃণা কর, ঘৃণা কর নোংরা রাজনীতি; এই আকুল। ও টুটুল...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।