আমাদের কথা খুঁজে নিন

   

রাণী মৌমাছি-১



আমার ঘরে কয়েকদিন ধরেই কিছু মৌমাছি ঘুরঘুর করছিলো। প্রথমে বুঝিনি এখানে কী মধু পেলো যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর লাইটের কাছে গিয়ে গরমে পুড়ে মরে যাচ্ছে। তারপর খেয়াল করলাম তারা আসলে একটা রাণী মৌমাছির পেছন পেছন ঘুরছে। রাজকীয় সোনালী রঙের ছিপছিপে আর অন্যগুলির চেয়ে আকারে বড় শরীরের মৌমাছিটা আমারই বিছানার পাশের জানালায় বসে থাকে আর আশপাশ দিয়েই ওড়াউড়ি করে। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য বারান্দা দিয়ে বাইরে চলে যায় আবার চলে এসে আগের জায়গা দখল করে।

দুই দিন পর দেখলাম রাণী মৌমাছিটা জানালার উপরের কড়িকাঠে বসে অদ্ভূত অঙ্গভঙ্গী করছে আর গোল গোল হয়ে ঘুরছে। বেশী কাছে যেতে সাহস পাচ্ছিলাম না, আর তেমন আগ্রহও হচ্ছিল না। পরদিন হঠাৎ চোখ যেতেই খেয়াল করলাম কিছু একটাকে ঘিরে মৌমাছিটা গোল গোল ঘুরছে। এবার সাহস করে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম। মৌমাছিটা আমার কৌতুহল টের পেয়ে একটু সাবধান হয়ে গেল।

নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে আমার দিকে মুখ করে রইল। আমি ভয় পেয়ে সরে গেলাম। একটু পর মৌমাছিটা বাইরে চলে গেল, এবার আমি কাছে গিয়ে দেখলাম, মৌমাছিটা একটা চাক বানাতে শুরু করেছে। এরই মধ্যে দুটা ষড়ভূজাকৃতির খোপ তৈরি করেছে এবং সেগুলোর মধ্যে দুটা ডিমও পেড়েছে। মৌমাছিটা আবার ফিরে এসে যথারীতি চাক বানাতে শুরু করলো আর আমি একটু কাছে গেলেই স্থির হয়ে আমার দিকে তাকিয়ে থাকে।

এবার একটু বেশীই ভয় পেয়ে গেলাম। যদি এই ডিমগুলো ফুটে মৌমাছিগুলো আমাকে হুল ফোটায়? একেবারে আমার বিছানার পাশেই তো। আমি একটা পেপার দিয়ে মৌমাছিটাকে বাতাস করতে করতে জানালার বাইরে পাঠালাম, আর ঘরের সব জানালা বন্ধ করে দিলাম। কিন্তু এক ঘন্টা পরই দেখলাম সে অন্য ঘরের জানালা খোলা পেয়ে ঢুকে পড়েছে এবং নিজের চাক বানানোর কাজে লেগে গেছে। বুঝলাম লাভ হবে না।

মৌমাছিটার উদ্দেশ্যে বললাম, তুমি আমাকে বিরক্ত করো না, আমিও তোমাকে বিরক্ত করব না। একদিনের জন্য মামার বাড়ীতে বেড়াতে গেলাম। ফিরে এসে প্রথমেই চোখ গেল জানালার ওপর। কিছু দেখতে পেলাম না। লাইট জ্বালিয়ে কাছে গিয়ে ভালো করে দেখতে চেষ্টা করলাম।

আসলেই কিছু নেই। রাণী মৌমাছিও নেই, তার মৌচাকও নেই। তাকে একবার তাড়ানোর চেষ্টা করেছিলাম বলে কি সে অভিমান করে চাক নিয়ে চলে গেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।