একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা। সিক্সথ সেন্স বলে একটা শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত।
বিশেষত মেয়েদের ক্ষেত্রে চোখাচোখির সিক্সথ সেন্স, কিংবা মায়েদের
ক্ষেত্রে সন্তানের বিপদের সিক্সথ সেন্স এর কথা শোনা যায়।
সোজা কথায় আমাদের পঞ্চইন্দ্রিয় ব্যাতীত আরেক অনুভুতি বা যাই
বলেন তাই হল সিক্সথ সেন্স।
কিছুদিন আগে শোনা গেল এম আই টি
এর একজন গবেষক সিক্স সেন্স এর ডিটেক্টর তৈরী করেছেন। আমি
কিন্তু নেটে সার্চ দিয়ে খালি এই ব্যাপারটাই খুজে পেলাম। যেখানে আমি
সিক্স সেন্স জিনিসটাই ভালোমত বুঝলাম না-সেখানে ডিটেক্টর। ভাল
ভাল
প্রতিটা প্রানীর ই অল্প বিস্তর কিছু এই সেন্সের কথা শোনা যায়। যেমন
ভুমিকম্পের আগে ইদুর রা লুকিয়ে যায়-অনেকে এটাকে সিক্স সেন্স
বলেন।
এক্ষেত্রে ভাইব্রেশন সেন্স টা মনে হয় প্রবল। আবার কুকুর কিন্তু
অনেক দূর থেকে মালিকের বাসা খুজে পায়। এটাকেও অনেক ক্ষেত্রে
এই সেন্সের আওতায় ফেলা হল। এক্ষেত্রেও ঘ্রান শক্তির ক্ষমতা প্রবল
বলা যেতে পারে।
তবে আমার জ্ঞান যতটুকু বলে মানুষ কিন্তু সব প্রানীর চেয়ে উচ্চতর।
এবং মানুষের থ্যালামাস-যার সাথে সকল প্রানীর(মেরুদন্ডী) মিল
আছে। বলা হয়ে থাকে ক্রিয়েটিভ কোন কিছু, কিংবা স্বপ্ন (সেটাও
অনেক ক্রিয়েটিভ),ইমোশন এগুলো নিয়ন্ত্রনের সাথে সাথে সিক্স
সেন্সের ক্ষেত্রে দায়ী হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যেমন নানা কারনে
জিনিয়াস হবার ক্ষমতা বেশি থাকে,তেমনি ভাবে যদি ঠিকমত খেয়াল
রাখা হয়-তবে তাদের সিক্স সেন্স বাড়ানো যায় নাকি।
সিক্স সেন্সের কিছু কমন উদাহরন দেইঃ যেমন দেখা যায় আপনি কোন
মেলায় কোন মেয়ের দিকে কিছুক্ষন তাকালেন-মেয়েটা নাকি বুঝতে
পারে আপনি তার দিকে তাকিয়েছিলেন। (ব্যাপারটার সত্যতা আমি
জানি না)।
তবে কিছু কিছু ক্ষেত্রে মায়েরা সন্তানের বিপদ আচ করতে
পারে(এখন বাংলাদেশে যে দিনকাল-বিপদের ঠেলায় মায়েদের দু
চোখ এক করতে পারার কথা না)।
তবে হ্যা একটা উদাহরন খুব ভালো ভাবে সিক্স সেন্স হিসেবে নেয়া
যায়। অন্ধ মানুষেরা কোন কঠিন বস্তুর সামনে পড়বার আগেই কিভাবে
জানি টের পেয়ে যায়। বেশি সত্য যারা জন্মান্ধ তাদের ক্ষেত্রে। অনেকে
আবার হারানো জিনিস খুজে পাবার ক্ষেত্রে পারদর্শীতা দেখায়।
অনেক বিজ্ঞানীরা আবার আমাদের তাপমাত্রা বোঝার ক্ষমতাকে,
বস্তুর ওজন বুঝার ক্ষমতাকে সিক্স সেন্স বলেছেন।
তবে ভাই যাই হোক এর কোনটাকেই আপনি খারাপ ভাবে নিতে
পারবেন না। বরং এগুলো থাকলে ভালোই। মা যদি বুঝে নিতে পারে
আমি বিপদে আছি,আমি বলার আগেই মা আসবেন।
আর আমার সেই তাকানো মেয়ে যদি বুঝতেই পারে তার দিকে আমি
তাকিয়ে আছি তাহলে হয় সে নড়ুক নয় সে বসুক।
ক্লাসমেট হলে তো
কথাই নেই। আমার এক বন্ধু তার তাকানোর জোরেই তার বর্তমান
বান্ধবীকে পটিয়েছেন। আমরা তার তাকানোর সুবিধার্থে মাঝে মাঝে
সিট ছেড়ে দিতুম।
তবে ভাই সিক্সথ সেন্স মুভি খান দেখেই মন খান খারাপ হয়ে গেল। এই
সেন্স মানে যদি ভুত বা আত্মা দেখতে পাওয়া হয়-আর আমার এই
পাওয়ারের একমাত্র কাজ যদি হয় আত্মাদের কাজ করে দেওয়া-ছেড়ে
দেমা কেদে বাচি।
এই আমার দুই দিনের পড়াশুনা। আপনারা যদি আরো কিছু জানেন
শেয়ার করুন। আর আমার লেখার পুরোটাই অনেক গুলো লেখার কপি
পেস্ট। নিজে থেকে কেমনে জানমু বলেন,পড়েই তো জানতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।