...
গতকাল সকাল থেকেই কিছুই যেন ভাল লাগছিল না । এটা ওটা করতে করতেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল । ৪ টায় খবর আসল আমার দাদী গুরতর অসুস্থ । আব্বা জানালেন আমরা দাদীকে দেখতে যাচ্ছি ঠিক ৫ টায় । মিটিং সেরে আব্বা আসবেন আর আমরা যেন রেডি থাকি ।
অসুস্থতার সংবাদ শোনার পরও যেতে কেন জানি মন চাইছিল না । তবুও একটা ঘোরের মধ্যে রেডি হয়ে গেলাম । আমরা গাড়িতে করে যাচ্ছি । ঢাকা পারই হয়নি, সংসদ ভবনের ঠিক সামনে হঠাৎ একটা বাস এসে আমাদের গাড়িকে দিল এক ধাক্কা । প্রচন্ড এক ঝাঁকুনি খেয়ে সামনের সিটের সাথে বাড়ি খেলাম ।
মাথাটা একটু চক্কর দিয়ে উঠল যেন, কিন্তু তা শুধু ওই উঠা পর্যন্তই। আমার মার চিৎকারে সবকিছু ভুলে গেলাম । আমার মা মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন । আমি মাকে ধরে ফেললাম । আব্বাকেও দেখলাম মাথায় হাত দিয়ে আছেন।
পেছনে তাকিয়ে দেখি গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে গেছে । আর বাসটা ঠায় দাঁড়িয়ে আছে । বাসের লোকজনও নেমে পড়েছে । যাই হোক, আমরা আর গেলাম না । ভাঙ্গা গাড়ি নিয়ে তো আর যাওয়া যায় না ।
আর মার অবস্থা বেশ সুবিধার না । মা তো মনে করতেই পারছিল না কোথায় আছি আমরা । বাড়ি ফেরার পর আব্বা বললেন অফিসে আব্বার একসময় মনে হচ্ছিল যে আজকে না যাওয়াই বেটার । তবুও সব দ্বিধা-দ্বন্ধ ঝেড়ে তিনি যাওয়ার জন্য মিটিং সেরে বেরিয়ে এসেছিলেন । আমি বললাম, আমারও মন বলছিল কিছু যেন একটা ঘটতে যাচ্ছে ।
আচ্ছা এটা কি সিক্সথ সেন্স??
আপনাদেরও কি এমন হয়??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।