আমাদের কথা খুঁজে নিন

   

নতুন কায়দায় গাড়ি ছিনতাই।

গাড়ি ভাড়া করে নিয়ে চালককে মৃত অথবা জীবিত ফেলে রেখে গাড়ি চুরির প্রচলন অনেক পুরনো বিষয়। কিন্তু পার্কিং অবস্থায় ঘুমন্ত চালককে জিম্মি করে হাত, পা, চোখ, মুখ বেঁধে নির্জনে ফেলে রেকে গাড়ি চুরির ঘটনা খুব কম ঘটে-এসব কথা বলেন, র‌্যাব-৩ টিকাটুলি কার্যালয়ের এসআই জিল্লুর রহমান। তিনি বলেন, প্রায় তিন সপ্তাহ আগে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাসসহ তিনজন ছিনতাইকারীকে অভিসার সিনেমা হলের সামনের খালি জায়গা থেকে গ্রেফতার করে মতিঝিল থানার মামলা দায়ের করা হয়। মামলা নং-৩২, তারিখ: ১৪-০৮-১১ইং। ছিনতাই হওয়া মাইক্রোবাসটিতে গ্রেফকারকৃত মিজানুর রহমান (৩৮), ইসমাইল (২৭), মাসুদ (২৩) নতুন করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয় বলে তিনি জানান।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন হাওলাদার বলেন, এরা পেশাদার ছিনতাকারী। এদের সাথে গাড়ির জাল কাগজপত্র তৈরিকারী একটি গ্রুপে সখ্য রয়েছে। তিনি আরো বলেন, বিআরটি-এর একশ্রেণীর অসাধু কর্মচারী-কর্মকর্তার সাথেও এদের যোগাযোগ রয়েছে যাতে এরা ছিনতাইকৃত গাড়ির জাল কাগজপত্র তৈরি করে বিক্রয় ও ব্যবহারের সুযোগ পাচ্ছে। র‌্যাবের আটককৃত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। তবে এরা রাজধানীর গাড়ি ও মোটরসাইকেল কুখ্যাত ছিনতাকারী আটককৃত মাইক্রোবাসটির আসল নম্বর ঢাকা মেট্রো চ-১৩-৭৮৫২।

কিন্তু ছিনতাকারীচক্র এতে নতুন নম্বর ঢাকা মেট্রো চ-১৩-৯৫৬৭ লাগিয়ে ব্যবহার করছে। যা প্রাথমিকভাবে জাল বলে ধরা পড়লেও চূড়ান্তভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। গাড়ির মালিক মাহবুবুল আলম জানায়, এই চক্র গাড়ি ফেরত দেয়ার আশ্বাস দিয়েও না দিয়ে জাল নম্বর লাগিয়ে গাড়িটি ব্যবহার করছে ছিনতায়ের কাজে। এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি। তবে ছিনতাইকারী মিজান বলে, সে গাড়িটি ক্রয় করে ফেঁসে গেছে।

গাড়ির মালিক মাহবুবুল আলমের দাবি মিজান ওই চক্রের হোতা। মিজান চক্রের কয়েকটি গ্রুপ রাজধানীতে গাড়ি ছিনতাই কাজে লিপ্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.