আওয়ামী এমপি মন্ত্রীরা এবার নিজেদের সমালোচনার কাজ শুরু করলেন হয়তো এই সমালোচনার সময়ের মত তা করতে আরো আড়াই বছর সময় লাগবে। এভাবে আর কতদিন চলতে পারে। এমনিতেই ঈদে ঘরমুখো মানুষের যে ভীড় তার উপর অসংখ্য সড়ক বন্ধ। এবার হয়তো সমস্যা বহুগুন হয়ে দাড়াবে। সম্প্রতি সড়ক উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া বিষয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সড়ক ও যোগাযোগ খাতে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করে না। তিনি (যোগাযোগমন্ত্রী) না বুঝেই এটা বলেছেন।
উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সড়ক মেরামত খাতে টাকা ছাড় নিয়ে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী তর্কে জড়িয়ে পড়েন। সড়ক মেরামত খাতে অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে টাকা না দেয়ার অভিযোগ এনে মন্ত্রিসভার বৈঠকে যোগাযোগমন্ত্রী বলেন, অর্থ ছাড় না দেয়ার জন্য সড়কগুলোর এ বেহালদশার সৃষ্টি হয়েছে। যোগাযোগমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী বলেন, তদারকির অভাবেই এ অবস্থা হয়েছে।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের কথা তুলে ধরে বলেন, ওই বৈঠকে এ নিয়ে বিস্তারিত জানানো হবে। আমি এ বিষয়ে বিস্তারিত এখন কিছু বলব না।
এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন যোগাযোগ মন্ত্রীর চেহারা যতটা উজ্জল সেরকম উজ্জল নয় সড়ক ব্যবস্থা। সিনিয়র এই মন্ত্রী বলেন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়ার পরও যোগাযোগ ব্যবস্থা কেন ভেঙে পড়বে? রাস্তাঘাটের অবস্থা কেন এমন হবে? এর উত্তর কি দিতে পারবেন যোগাযোগ মন্ত্রী?? সৈয়দ আবুল হোসেনের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত সেন বলেন, যোগাযোগমন্ত্রী কাজের চেয়ে বেশি কথা বলেন। কিছু হলেই প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক কেন? সবই যদি প্রধানমন্ত্রীকে করতে হয় তাহলে মন্ত্রীদের প্রয়োজন কী?
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে উদ্দেশ করে তিনি বলেন, সুচিন্তিতভাবে কথা বলুন।
ঈদের আগে যাতে র্নিবিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করার দিকে নজর দিন। এ সময় তিনি সড়ক ও সেতু বিভাগের বিভেদ দ্রুত সমাধানের পরামর্শ দেন। তিনি বলেন, সমস্যা সমাধানে এ বিভেদ দূর করতে হবে।
আশা করি তাদের এই সমালোচনা আরো আড়াই বছর স্থায়ী হবে। তার পর পরের নির্বাচনে ভোট চেয়ে কাজ করার কথা বলে আবার মুখ খোলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।