আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামিলীগের বিরোধীতা করলে ইসসলাম থেকে খারিজ হয়ে যাবে



আওয়ামিলীগের বিরোধীতা করলে ইসসলাম থেকে খারিজ হয়ে যাবে- মুফতি পরিষদ বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলাম প্রচারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, কাকরাইল মসজিদে জায়গা দান করেন, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ দেন। এছাড়া ইসলামের জন্য অনেক অবদান তার। তার মত ওলী এ কামেলকে হত্যা করেছে কতিপয় নেমকহারাম সেনা কর্মকর্তা। গত বৃহস্পতিবার বাদ মাগরিব বাংলাদেশ জাতীয় মুফতি ঐক্য পরিষদ বামুপ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। বামুপ‌'র সভাপতি আহম্মেদইয়ার নায়েমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোহাম্মদ আরমান আল কুতুবী, মাওলানা মুফতি শায়েখ সফিউল্লাহ চিশতী, আম্বরখানা সিলেট, মাওলানা মুফতি নিজাম উদ্দিন আল কাদেরী, চট্টগ্রাম জামেয়া আহমেদীয়া সুন্নিয়া, মাওলানা মুফতি ইসহাক আল নক্সাবন্দী, ফেনী আলিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি জোরত আলী আল মুজাদ্দেদী, শান্তাহার আলিয়া মাদ্রাসা রাজশাহী, মাওলানা মুফতি নেয়ামুল করিম, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি সিদ্দিকী প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার অর্থ দাঁড়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। আর হাদিছ শরিফে এসেছে, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না। (হাদিছের ব্যাখ্যা অনুযায়ী) আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না কনার অর্থ হল কুফুরি করা। অতএব যে ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শ তথা আওয়ামিলীগের বিরোধীতা করলো সে ইসলাম থেকে খারিজ তথা কাফের হয়ে গেল, সে যত বড় আলেমই হোক না কেন। প্রেস বিজ্ঞপ্তি।

( দৈনিক নয়া দিগন্ত, ৩১ অক্টোবর, ২০০৯) উল্লেখিত সম্মানিত মুফতিদের প্রতি শদ্ধাবনত হয়ে সকলকে অনুরোধ করবো- আসুন আমরা সবাই মিলে আওয়ামিলীগে যোগদান করে খাঁটি মুসলিম হয়ে যাই। আসুন আমরা আমাদের সংবিধানের মূলনীতি থেকে ‌‍'আল্লাহর উপর আস্থা' উঠিয়ে দিয়ে আমাদের ঈমান কে সুসংহত করি। আসুন আমরা আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিয়ে আমাদের ঈমানকে আরো শানিত করি। আসুন আমরা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যাবস্থা চালুর মাধ্যমে দেশ থেকে ধর্ম উঠিয়ে দিয়ে আমাদের ঈমানকে আরো মজবুদ করি। এবং আমরা হয়ে যাই একজন খাঁটি মুমিন মুসলমান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.