আমাদের কথা খুঁজে নিন

   

আমিও খুনি! তুমিও...

জাতির মৃত বিবেক জাগ্রত করতে চাই আমরা খুনি! আমরা স্বার্থান্ধ! অসভ্য, ইতর, জানোয়ার! আমরা হত্যা করছি বাঙালি জাতীয়তাবাদ, বঙ্গবন্ধুর মহান মতাদর্শ, কুরান-পুরানের শিক্ষা ও নিজস্ব শিল্প-সংস্কৃতিকে। স্বার্থান্ধ জাতীয়তাবাদীর হাতে জাতীয়তাবাদ, দুষ্ট রাজনীতিকের হাতে বঙ্গবন্ধুর মতাদর্শ, ধর্ম ব্যবসায়ির হাতে কুরান-পুরানের শিক্ষা আর অর্থলোভি শিল্পীর হাতে খুন হচ্ছে শিল্প-সংস্কৃতি। আমরা এগিয়ে যাবার নামে গ্রহণ করছি নগ্ন-বর্বর মধ্যযুগীয় অসভ্য সংস্কৃতিকে। অপকর্ম ধামাচাপা দিতে জপি বঙ্গবন্ধুর নাম, কেহ করি জাতীয়তাবাদের বন্দনা, কেহ বা মসজিদ-মন্দিরে গেহে চলেছি স্বার্থের জয়গান। আমাদের বুঝতে হবে আপাদমস্তক দুর্নীতির আবরণে ঢাকা একদল নরপশুর মুখে বাঙালি জাতীয়তাবাদ আর পেঁচার কণ্ঠে কুহুতান সমান মাহাত্ম্য বহন করে। তেমনি কুরান-পুরানের শিক্ষাকে আপন স্বার্থে ব্যবহারকারী ধর্ম ব্যবসায়িদের কেবল বিছুটি পাতার সাথেই তুলনা করা চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।