আধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময় শুন্যতায় ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়.... স্বপ্নময় ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়.. শূন্যতায় নির্বাসিত স্তব্ধ সময়... ইন্টারনেট / ফেসবুকের যুগে আমরা মোটামুটি ৯০% সকালে ঘুম আর রাতে chat, এই routinue এ অভস্ত হয়ে গেছি। কে এখন কাজ না থাকলে সাতটায় উঠে আমাকে বলেন যে বলবে আমি উঠি !! এক চান্সে বুঝতে হবে নিশ্চই তার class test/ coching test/ model test/ final exam/test exam আছে আর যদি তা না ও হয়, ভোর থাকতে ঘুম ভাঙা অবশ্শই মারাত্মক accident ,, অথবা তিনি এক কথায় alion nomination পাওয়ার উপযোগী যাই হোক, আসেন তো একটু মনে করি, শেষ কবে আমরা বৃষ্টি দেখেছি/ভোর দেখেছি ...... আমি নিজেই এত মহাপুরুষের বাণী দিতেসি অথচ আমার নিজেরই মনে নাই এই অপ্রাসঙ্গিক ভাবনা সবারই পেইন লাগবে তাও জানি পেইন যেন কম লাগে সেই বযবস্তা সামু করসে ৫ মাসেও ওয়াচ শেষ করে নাই। যাই হোক, আসেন না আমরা একটু প্রকৃতির সন্তান প্রকৃতিতে ফিরে যেতে শিখি । তবে এখানে ও কথা থেকে যায় , আমেরিকার আমাজান বাদ দিয়ে নিজেদের সুন্দরবন কে ভালোবাসতে শিখি, নিজের সত্তাকে খুজতে শিখি । আমাদের হুজুকে বাঙ্গালী - কথাটাকে বাদ দিতে শিখি একটু লজ্জা পেয়ে হলেও আসেন দেশটাকে, আমাদের প্রাকৃতিক সম্পদ কে ভালবাসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।