১. হৃদপিন্ড সর্বদা একটি নির্দিষ্টমাত্রায় সংকোচন ও প্রসারণ ঘটে থাকে। হৃদপিন্ডের সংকোচনকে ‘সিস্টোল' ও প্রসারণকে ‘ডায়াস্টোল' বলা হয়ে থাকে।
২. একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে ১২-১৮ বার শ্বাস নিয়ে থাকেন।
৩. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪০F বা ৩৬.৯০C।
৪. প্রতিদিন মানুষের মাথায় ১শ'টি চুল গজায়।
৫. মানুষের ফর্সা বা কালো হওয়ার জন্য মেলামিন দায়ী।
৬. সাধারণত: একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা ৩২টি।
৭. মানবদেহে প্রতিদিন গড়ে ৫ লিটার পানির প্রয়োজন।
৮. মানবদেহে তাপশক্তি উৎপাদন প্রধান উৎস শর্করা এবং একজন মানুষের দৈনিক ৪০০-৬০০ গ্রাম শর্করা প্রয়োজন।
৯. সাধারণভাবে ১৮-৩০ বছর বয়সে আক্কেল দাঁত উঠে থাকে।
১০. সাধারণ অবস্থায় মানুষের গড় রক্তচাপ ১২০/৮০m.m.Hg। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।