গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
মানুষের দেহের সবচেয়ে মজবুত পেশী হলো জিহ্বা।
নবজাতকের হাঁটুতে কোন বাটি [শহববপধঢ়ং] থাকে না। দুই থেকে ছয় বছরের মধ্যে এটা দেখা যায়।
প্রতি সেকেণ্ডে শরীরের ভেতর প্রায় দেড়কোটি লোহিত রক্তকণিকার জন্ম-মৃত্যু হয়।
চোয়ালের হাড় হলো সবচেয়ে শক্ত হাড়।
সবচেয়ে দ্রুত মানুষের শরীরের চুলের কোষ উৎপন্ন হয়, এরপরই অস্থিমজ্জা [নড়হব সধৎৎড়]ি।
পাকস্থলিতে প্রায় সাড়ে তিনকোটি পাচক গ্রন্থি আছে [ফরমবংঃরাব মষধহফং]।
ঘরের অধিকাংশ ধুলাই হলো আপনার গায়ের মরা চামড়া।
গাজর অনেক বেশি খেলি আপনার গায়ের রঙ কমলা হয়ে যাবে।
যতো ঠাণ্ডা ঘরে ঘুমাবেন ততো বেশি দু;স্বপ্ন দেখবেন।
কোন কাগজকেই সাতবারের বেশি ভাঁজ করা সম্ভব না
বুদ্ধিমান লোকদের চুলে বেশি জিঙ্ক ও কপার থাকে।
চোখ খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব।
মহাশূণ্যে মানুষ কিছুটা লম্বা হয়ে যায়, কারণ সেখানে সে মধ্যাকর্ষণ বিহীন অবস্থায় থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।